বাংলাদেশ ২০ জুন ২০২৫

২২ জুন নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
২২ জুন (রবিবার) নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন গ্রহণের শেষ দিন। ওই দিনেই ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শুক্রবার (২০ জুন) বিকালে দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন শেষে এমন তথ্য জানানো হয়।খসড়া গঠনতন্ত্র অনুযায়ী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। তবে এক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন।দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী দায়িত্বে থাকবে ‘পলিটিক্যাল কাউন্সিল’।দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে ১৫ সদস্যের এই কাউন্সিলের সদস্য হবেন।এছাড়া তাদের আরও দুই জন মনোনীত সদস্য থাকবে। আর বাকি ১১ জনকে নির্বাচন করা হবে।নির্বাচিতদের মধ্যে অন্তত তিন জন নারী সদস্য থাকবেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner