গ্রাম বাংলা ০৮ ফেব্রুয়ারী ২০২৪

বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩, আহত ১১

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

কক্সবাজার চকরিয়া: কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হারবাং এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহতাবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে, চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner