নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে রোগীর এক স্বজনকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রোগির স্বজনরা।পিটুনির শিকার রোগির স্বজনের নাম সুমন পারভেজ রিপন। তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানার বোসপাড়া এলাকায়। তিনি জানান, গত শুক্রবার তিনি তার মা পিয়ারা বেগমকে (৬০) ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালের ৪৯ নং ওয়ার্ডে ভর্তি করান। বুধবার সকালে তার মায়ের একটি রিপোর্টের বিষয়ে ইন্টার্ন চিকিৎসকদের কাছে জানতে চাইলে তারা একেকবার একের রকম তথ্য দেন। এ নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আমাকে তাদের ব্যক্তিগত চেম্বারে ডেকে নিয়ে যান। সেখানে তারা আমাকে এলোপাথাড়ি মারধর করেন। ১০-৫ জন মিলে আমাকে পিটিয়েছে। এ ঘটনার বিচার দাবি করে হাসপাতাল পরিচালকের কাছে অভিযোগ দিয়েছেন বলে জানান ভুক্তভোগী।হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্তে কমিটি করা হবে। সুষ্ঠু তদন্ত করে যেই অপরাধী হোক না কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো। তবে এমন ঘটনা অপ্রত্যাশিত বলেন হাসপাতালের পরিচালক।






-67cc04a3b4244.jpg)

