যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র ০৬ ফেব্রুয়ারী ২০২৪

কেন্দ্রীয় বিএনপির নেতাদের সাথে বাফেলো বিএনপির জুম মিটিং

post

মুনশী মোঃ সাজেদুর রহমান টেন্টু  :  গত ৩রা ফেব্রূয়ারী রোজ শনিবার দুপুর একটা থেকে ছয়টা পর্য়ন্ত বাফেলো বিএনপিকে আগামীতে  নতুন নেত্রীত্বের প্রথমিক Zoom Meeting এর মাধ্যমে বাফেলো বিএনপির সকল নেতাকর্মিদের পরিচয় পর্ব ও মত বিনীময় সভা অনুষ্ঠিত হয় 

 প্রধান অতিথী হিসাবে উপস্হিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বহির বিশ্বের  পছন্দের নেতা অত্তান্ত ধৈর্যশীল, বিচক্ষন, মিষ্টভাষী, মেধাবী এবং কর্মীবান্ধব নেতা জনাব মোঃ আনোয়ার হোসেন খোকন দীর্ঘ সময় ধরে দুটি পর্বে  সকলের সাথে পরিচয় পর্ব, আলোচনা ও সকলের সাথে মতবিনীময় করেন॥

আনুষঠানটিতে সভাপতি হিসাবে উপস্হিত ছিলেন — নিউ ইয়র্ক ষ্টেট বিএনপির শীর্ষ নেতা আহবায়ক  জনাব মোঃ অলিউল্লাহ রহমান আতিক, সদস্য সচিব জনাব মোঃ সাইদুর রহমান , যুগ্নআহবায়ক নিউইয়র্ক স্টেট্ বিএনপির যুগ্ম আহবায়ক, জিয়া লাইব্রেরি ডটকমের প্রেসিডেন্ট ও পিবিসি টুয়েন্টিফোর টেলিভিশনের সম্পাদক মোঃ মতিউর রহমন লিঠু   নিউইয়র্ক স্টেট্ বিএনপির সাবেক সভাপতি, জিসাস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি, আবুল বাশার সহ অন্যান্য নেত্রীবৃন্দ্ব॥


বাফেলো বিএনপির পক্ষে ছিলেন 

স্বাধীনতা উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব মুন্সি সাজেদুর রহমান টেন্টু। সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য ইমতিয়াজ বেলাল। বরিশাল বিএম কলেজের সাবেক ছাত্রদল নেতা ও নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য আবু জাফর ফরাজী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সদস্য তারিকুল ইসলাম প্রিন্স মৃধা।

ঢাকা মহানগর তাঁতীদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম সহ বাফেলো বিএনপির সক্রিয় একশত জনের ঊপর শহীদ জিয়ার আদর্শের সৈনিক সবাইকে জানাই বাফেলো বিএনপির পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা দীর্ঘ সময় দলের জন্য  সময় দেবার জন্য  আমি চাই আগামীতে বাফেলো বিএনপির নেতৃত্ব  দেবে বিএনপি পরিবারে সক্রিয় সদস্য  ছাএদল ও যুবদলের তেগি নেতা ॥


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner