নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ভালুকা: ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ও মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নারী গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে । এ ঘটনায় অটোরিকশার আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।