কমিউনিটি ১৬ জানুয়ারী ২০২৪

ব্ল্যাকওয়াল টানেলে যান চলাচল বন্ধ থাকবে ৫ উইকেন্ড

post

ব্ল্যাকওয়াল টানেল জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ৫টি উইকেন্ড বা সপ্তাহান্ত অর্থাৎ শনি ও রবিবার দক্ষিণমুখী যানবাহনের জন্য বন্ধ থাকবে। 

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল বারার বাসিন্দাদের এই তথ্য জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ি ১৩–১৫ জানুয়ারী, ২০–২২ জানুয়ারী, ২৭–২৯ জানুয়ারী, ১০–১২ ফেব্রুয়ারি এবং ২৪–২৬ ফেব্রুয়ারী উইকেন্ড বা সপ্তাহান্তে বন্ধ থাকবে। শনিবার দিনের শুরু অর্থাৎ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে যান চলাচল বন্ধ হবে এবং সোমবার সকাল ৫ টায় যানবাহন চলাচলের জন্য টানেল খুলে দেয়া হবে।

উত্তরমুখী ব্ল্যাকওয়াল টানেল এপ্রোচের নর্থবাউন্ড ক্যারেজওয়ের সংস্কার কাজের জন্য যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। এই উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন সিলভারটাউন টানেলের জন্য রাস্তার কনফিগারেশন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাজ, নতুন নিষ্কাশন এবং অতিরিক্ত উচ্চতার যানবাহন গ্যান্ট্রিগুলি ইনস্টল করা হবে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য টিএফএল এর ওয়েবসাইট tfl.gov.uk/status-updates/major-works-and-events — এ পাওয়া যাবে।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner