বাংলাদেশ ২৮ ডিসেম্বর ২০২৩

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এই ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে আগামী ৭ জানুয়ারি রোববার নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।৭ জানুয়ারি রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে ৫ থেকে ৭ জানুয়ারি টানা তিন দিন ছুটি থাকবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner