গ্রাম বাংলা ০৬ ডিসেম্বর ২০২৩

বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এনএসআই কার্যালয়

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

বরিশাল: প্রায় ১০ কোটি সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে বরিশালে নির্মিত হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কার্যালয় ভবন।স্থাপত্য অধিদপ্তরের নকশা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিক-নিদের্শনায় নির্মিত হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কার্যালয় প্রকল্পটি। বাংলাদেশ উন্নয়ন তহবিল (জিওবি)-এর অর্থায়নে এনএসআই’র কার্যালয় প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে বরিশাল গণপূর্ত অধিদপ্তর।সংশ্লিষ্ট সূত্রমতে, নগরীর কাশিপুর এলাকায় প্রায় ১০ কোটি সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কার্যালয় ভবন। বরিশাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগ এই ভবনটি বরিশাল সাব-স্টেশন হিসেবে প্রাথমিক পর্যায়ে ব্যবহার করবে। পাঁচতলা বিশিষ্ট এই ভবনটির সাথে নির্মাই করা হবে দুই তলা বিশিষ্ট গ্যারেজ কাম ব্যরাক। বর্তমানে ভবনের পাইলিং ও কলম তৈরী ও বসানোর কাজ চলছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner