খেলাধুলা ০৪ ডিসেম্বর ২০২৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের সিরিজ জয়

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের ফাইনালে হারের কষ্টটা লাঘবে টি-টোয়েন্টি সিরিজে একটু বেশিই সিরিয়াস ছিল সূর্যকুমারের নেতৃত্বাধীন তারুণ্য নির্ভর ভারত। রায়পুরে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি জয় নিশ্চিত করেছে ভারত।সিরিজের শেষ ম্যাচে সূর্যকুমারের লক্ষ্য ছিল সিরিজ জয়ে ব্যবধান বাড়ানো। বেঙ্গালুরুতে শেষ ম্যাচে ৬ রানে জিতে ৪-১ এ সিরিজ জয়ের উৎসব করেছে ভারত।টসে হেরে ব্যাটিংয়ে নেমে বেন দ্বারশুইস (২/৩০) এবং জেসন বেহরেনডর্ফ এর বোলিংয়ে (২/৩৮) ভারতকে ১৬০/৮-এ আটকে ফেলে বাংলাদেশ। শ্রেয়াস আইয়ার ৩৭ বলে ৫ চার, ২ ছক্কায় ৫৩, অক্ষয় প্যাটেল ২১ বলে ৩১ রান করেছেন।১৬১ রানের চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং পাওয়ার প্লে-তে (৫০/২) জয়ের আবহ পেয়েছিল অস্ট্রেলিয়া। বেন ম্যাকডরমটের ফিফটিতে (৩৬ বলে ৫৪) জয়ের কক্ষপথে ছিল অস্ট্রেলিয়া। শেষ ১২ বলে ১৭ রানের টার্গেটটা কঠিন মনে হয়নি।তবে ১৯তম ওভারে মুখেশ কুমার ৭ রানের বেশি খরচা করেননি।শেষ ওভারে ১০ রানের টার্গেটটা কঠিন করে দিয়েছেন আর্শদ্বীপ সিং প্রথম ২ বল ডট দিয়ে তৃতীয় বলে ম্যাথু ওয়েডকে লং অনে ক্যাচ দিতে বাধ্য করে। শেষ ৩ বলে ১০ রান আর করা হয়নি অস্ট্রেলিয়ার। অক্ষয় প্যাটেল (৪-০-১৪-১), রবি বিঞ্চয় (৪-০-২৯-২) -এর মিতব্যয়ী বোলিং এবং মুখেশ কুমার (৩/৩০)ও আর্শদ্বীপ (২/৪০) এর উইকেট টেকিং বোলিংয়ে জয়ের কক্ষপথে থেকেও শেষ পর্যন্ত কক্ষচ্যুত হয়।

ভারত : ১৬০/৮ (২০.০ ওভারে)

অস্ট্রেলিয়া : ১৫৪/৮ (২০.০ ওভারে)

ফল : ভারত ৬ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : অক্ষয় প্যাটেল (ভারত)।

প্লেয়ার অব দ্য সিরিজ : রবি বিঞ্চয় (ভারত)।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner