বিনোদন ২০ নভেম্বর ২০২৩

যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু

post

যমজ সন্তানের মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।রোববার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।পোস্টে নির্মাতা জানান, আমাদের সুমাইয়া শিমু তার জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে। গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের মা হয়েছে।চয়নিকা চৌধুরী শিমুকে শুভেচ্ছা জানিয়ে আরও লেখেন, ‘তোমাকে অভিনন্দন শিমু। জানি, মা হিসেবে তুমি হবে অনন্য। সোনা-বাবাদের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা।পারিবারিকভাবে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামকে বিয়ে করেন শিমু। সুমাইয়া রহমান শিমুল যিনি সুমাইয়া শিমু নামে পরিচিত। শিমুর টেলিভিশন নাটকে অভিষেক হয় ১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে। ধারাবাহিক নাটক ‘স্বপ্নচূড়া’ তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একুশে টিভির ‘ললিতা’ নাটকের নামভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন সুমাইয়া।অভিনেত্রীর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে: এখানে আতর পাওয়া যায়, বিহাইন্ড দ্যা সিন, ইডিয়ট, মন কাঁদে, মিস্টার অ্যান্ড মিসের সরকার, হ্যালো, আলোর মিছিলে ওরা, আনন্দ, সাদা গোলাপ, শিউলি অথবা রক্তজবার গল্প, লেক ড্রাইভ লেন, হাউস ফুল প্রভৃতি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner