নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
বিনোদনঃ প্রকাশ্যে এলো সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’ এর টিজার। ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারের এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খান শেয়ার দিয়েছেন। যেখানে তার ভয়ংকর রূপ দেখা গেছে।টিজারের শুরুতে মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয়না।ভিডিওতে শাকিব খান পুরোদস্তুর গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন। তাকে বলতে শোনা যায়, ‘আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু (ইধিকা পাল) শুধুই আমার।’ সব মিলিয়ে দর্শকরা এখন অপেক্ষায় রয়েছে ছবি মুক্তির।মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার মোশন পোস্টার প্রকাশ হয় গত বছরের ১৮ ডিসেম্বর। আগামী ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।‘বরবাদ’ প্রসঙ্গে শাকিব খান বলেছিলেন, ‘সিনেমাটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমা, তুফান দিয়ে ভালোবাসা পেয়েছি। আশা করছি বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে।শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর। একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।প্রসঙ্গত, রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। ১৮ কোটি টাকার প্রযোজনা বাজেটে নির্মিত এই ছবিটি বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল।