ভ্রমন ১৭ নভেম্বর ২০২৩

ট্যুর অপারেটর আকাশ বাড়িতে অফারের ছড়াছড়ি

post

দেশে এখন ভরা পর্যটন মওসুম। এ উপলক্ষে ট্যুর অপারেটর হলিডেজ আকাশ বাড়িতে চলছে অফারের ছড়াছড়ি।এক যুগ ধরে কাজ করে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এই ট্যুর অপারেটরটি। বিদেশেও যে অল্প খরচে বাড়ানো যায় সে রাস্তা দেখিয়ে দিয়েছে আকাশবাড়ী।এই ট্যুর অপারেটর প্রতিষ্ঠানটির বর্তমানে ১০০টি প্যাকেজ চলমান আছে। এর মধ্যে দুবাই সর্বনিম্ন ৭৯,৯০০ টাকা, ইন্ডিয়া ১৫,৯০০, নেপাল ৩৭,৯০০, শ্রীলঙ্কা ৪৯,৯০০, ব্যাংকক ৪৩,৯০০, মালয়েশিয়া ৫৫,৯০০, সিঙ্গাপুর ৬৯,৯০০, ইন্দোনেশিয়া ৭৫,৯০০, ওমরাহ ১,২৪,৯০০, ইউরোপ ১,৭৯,৯০০, আমেরিকা সর্বনিম্ন ২,৭৯,৯০০ টাকা। এই প্যাকেজ ১০ এবং ১১ নভেম্বর যে মেলা হয়েছে তাতে অভূতর্পূব সাড়া পেয়েছে আকাশ বাড়ি হলিডেজ।বাংলাদেশের অন্যতম শীর্ষ ট্যুর অপারেটর আকাশবাড়ী হলিডেজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তৌহিদুল আলম মিলকি বলেন, “মানুষের ভ্রমণকে স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে ট্রাভেল-টুরিজম নিয়ে আমাদের কাজ। সাধারণত যারা বিদেশে ঘুরতে চায় বা দেশের ভিতরে যারা ঘুরতে চায় তাদের সমস্ত কিছু আমরা ম্যানেজ করি। এটাই আমাদের মূল কাজ। এছাড়াও যারা বিদেশে পড়তে চায় তাদেরকে আমরা স্টুডেন্ট কন্সালটেশন করি ও সাহায্য করে থাকি।তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান কথায় কাজে এক, কোয়ালিটি ও মানের ব্যাপারে কোন আপস নাই। আমরা স্বল্পমূল্য সারা পৃথিবীতে ট্যুর অপারেট করে থাকি। সকল আয়োজন নিরাপদ ও আনন্দদায়ক করার দায়িত্ব আমাদের।ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে এমডি বলেন, “বাংলাদেশের পর্যটন খাতকে কিভাবে প্রসারিত করা যায় তা নিয়ে আমরা আরও কাজ করতে চাই। পর্যটন শিল্পটাকে কিভাবে বিকাশিত করা যায় সেই চেষ্টা আমাদের। হোটেল-রিসোর্ট'স আসছে, আমরা চেইন অফ হোটেল করবো বাংলাদেশে। বিদেশে যত মানুষ যাবে বাংলাদেশের মানুষকে চিনবে, বাংলাদেশকে চিনবে। বিশাল একটা ব্রান্ডিং হওয়ার জায়গা হবে। বিদেশ থেকে বাংলাদেশে পর্যটক আসুক আমরা এটা চাই। সে ব্যপারে আমরা খুবই জোড়ালোভাবে কাজ করছি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner