কমিউনিটি ২৩ জানুয়ারী ২০২৬

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

post

লন্ডনঃ গেল ২১ জানুয়ারী ২০২৬ পূর্ব লন্ডনের গ্রেঅটোরিক্স স্ট্রিটে রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী অফিসে নতুন কমিটি আনুষ্টানিক ভাবে  দায়িত্ব গ্রহণ করেছে।। বিদায়ীকমিটির সভাপতি, মো. সাজিদুর রহমান, সেক্রেটারী মিজানুর রহমান মীরু ও ট্রেজারার আজিজুল আম্বিয়া রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সেক্রেটারী  আব্দুল বাছির ও ট্রেজারার  মির্জা আবুল কাসেমের কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন।  এসময় নবনির্বাচিত ইসি কমিটির  সকল সদস্য উপস্থিত ছিলেন।  দায়িত্ব গ্রহন শেষে নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছির এর পরিচালনায়  নতুন ইসি কমিটির প্রথম সভা ও বার্ষিকী পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। 

 এসময়  বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাব নিয়ে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির বর্তমান কমিটির ইসি সদস্য  লন্ডন কুইনমেরী ইউনিভারসিটির খন্ডকালীন প্রভাষক  ড. আনসার আহমদ উল্লাহ, বিদায়ী সভাপতি মো. সাজিদুর রহমান, বিদায়ী সেক্রেটারী মিজানুর রহমান মীরু, নব নির্বাচিত সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইমদাদুন খানম, সহ-সভাপতি সাহেদা রহমান ও সহ-সভাপতি এস. কে. এম. আশরাফুল হুদা, ট্রেজারার মির্জা আবুল কাসেম, এসিসটেন্ট সেক্রেটারী আসমা মতিন,  এসিসটেন্ট সেক্রেটারী এ. রহমান অলি, এসিসটেন্ট ট্রেজারার আনোয়ারুল হক শাহিন প্রমুখ। 

 লিখিতভাবে একটি বার্ষিক পরিকল্পনা  উপস্থাপনক করে  বক্তব্য রাখেন অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী- জান্নাতুল ফেরদৌস ডলি, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী সুহেল আহমদ ও ইভেন্ট ম্যানেজমেন্ট- ফ্যাসিলেটিজ সেক্রেটারী ইমরান তালুকদার প্রমুখ। 

 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner