বাংলাদেশ ১০ জানুয়ারী ২০২৬

মনোনয়ন গ্রহণ-বাতিলের বিরুদ্ধে ৫২ আপিল মঞ্জুর, ১৫টি বাতিল করেছে ইসি

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করে প্রথম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন। একজনের প্রার্থিতা বাতিলের আবেদনও মঞ্জুর করেছে ইসি। অবৈধ থেকে গেছেন ১৫ জন এবং বিবেচনাধীন রয়েছেন তিনজন।শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।শুনানি শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ইসির নিষ্পত্তি করা ৭০টি আপিলের মধ্যে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একজনের প্রার্থিতা বাতিলের আবেদনও মঞ্জুর করেছে ইসি। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে এম একরামুজ্জানের আপিলে প্রার্থিতা বাতিল করেছে কমিশন। আর ১৫ জন প্রার্থীর আপিল না মঞ্জুর হয়েছো।এছাড়া তিনজন প্রার্থীর আপিল আবেদন বিবেচনাধীন রয়েছে।এবার রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করে। এর মধ্যে ৬৪৫টি আপিল হয়েছে।তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলের শুনানি করবে ইসি।এরপর প্রার্থিতা চূড়ান্তের পর প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner