বিনোদন ১০ জানুয়ারী ২০২৬

বিচ্ছেদের পথে তাহসান ও রোজার সংসার

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

বিনোদনঃ
ভাঙছে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের নতুন ঘর। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে সাজানো এক বছরের সংসারে বেজেছে বিচ্ছেদের সুর। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায়, বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।তিনি বলেন, ‘খবরটি সত্য। কয়েক মাস ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখায় বলতে হচ্ছে যে আমরা এখন একসাথে নেই।তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে চাইনি! কিন্তু পরিস্থিতির কারণে বলতে হচ্ছে। বিস্তারিত সময় নিয়ে জানাব।বলা দরকার, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ এক দশক ধরে ব্রাইডাল মেকআপ করছেন এবং নিউইয়র্কে নিজের প্রতিষ্ঠান পরিচালনা করেন।এর আগে তাহসান ঘর বাঁধেন অভিনেত্রী মিথিলার সঙ্গে। তাদের ঘরে আইরা নামের কন্যা সন্তান রয়েছে। এই সংসারের দৈর্ঘ্য ছিলো ১১ বছর।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner