বাংলাদেশ ০৬ জানুয়ারী ২০২৬

প্রথমবার অনুষ্ঠিত জকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৩টা পর্যন্ত।কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি ভোটকেন্দ্র এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ শিক্ষার্থীর জন্য একটি ভোটগ্রহণ বুথ স্থাপন করা হয়েছে।নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানিয়েছেন, “ভোটগ্রহণ শুরুর আগে সোমবার রাতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে ৬টি ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা গেছে, পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা লাইন ধরে ক্যাম্পাসে প্রবেশ করছেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner