বেথনাল কুইন্স-এর সহ-প্রতিষ্ঠাতা, কিম হোয়াইটহেড বলেন, “আমি একজন বয়স্ক নারী হওয়ায় আমার মতো অন্য নারীরাও এখানে এসে স্বাচ্ছন্দ্যবোধ করবেন বলে মনে করি। বেথনাল গ্রিন মার্কেটে বহু বছর এমন কিছু ছিল না, তাই আমি খুবই উত্তেজিত। পুরনো বন্ধুদের দেখব, নতুনদের সঙ্গে পরিচিত হব, এবং অন্যান্য নারীদেরও কিছু অনুপ্রেরণা দিতে পারব।”








