কমিউনিটি ০৫ আগস্ট ২০২৫

এনফোর্সমেন্ট অফিসারদের সাথে টহলে অংশ নিলেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলার তালহা চৌধুরী

post

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সেইফার কমিউনিটিজ বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর আবু তালহা চৌধুরী গত সপ্তাহে টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারদের (THEOs) সঙ্গে টহলে অংশ নেন।

তারা বার্নার এস্টেট, মাইল এন্ড পার্ক এবং সালমন লেন পরিদর্শন করেন। এসময় থিওরা জননিরাপত্তামূলক বিভিন্ন ইস্যু সম্পর্কে লিড মেম্বারকে অবহিত করেন।

আপনার এলাকায় থিও টিমের দিকে খেয়াল রাখুন—তারা অ্যান্টি-সোশ্যাল বিহেভিয়ার (এএসবি) মোকাবিলা করেন, অসহায়দের সহায়তা করেন এবং আশ্বাসজনক উপস্থিতি নিশ্চিত করেন।

আপনার রিপোর্ট আমাদেরকে সঠিক এলাকায় কাজ করতে সহায়তা করে।

সমস্যা জানাতে রিপোর্ট করুন এখানে: https://orlo.uk/iAfdw

 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner