কমিউনিটি ০৫ আগস্ট ২০২৫

টাওয়ার হ্যামলেটসে চালু হয়েছে গ্রীষ্মকালীন এইচ.এ.এফ প্রোগ্রাম

post

এই গ্রীষ্মে বারা জুড়ে বিভিন্ন স্থানে এইচ.এ.এফ (হলিডে অ্যাকটিভিটিজ অ্যান্ড ফুড) ক্লাব চালু হয়েছে। এই ক্লাবগুলো শিশুদেরকে একে অপরের সঙ্গে মেশার সুযোগ করে দেয় এবং খেলাধুলা, আর্ট, সংগীত, নাটকসহ নানা ধরণের মজার ও শিক্ষণীয় কার্যক্রম উপভোগ করার সুযোগ দেয়। এছাড়াও রয়েছে বিশেষ দিবসভিত্তিক ভ্রমণের ব্যবস্থা।

প্রতিটি এইচ.এ.এফ ক্লাবে প্রতিদিন পুষ্টিকর খাবার সরবরাহ করা হয় এবং শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া এবং সক্রিয় থাকার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। সুবিধাভোগী ফ্রি স্কুল মিলস প্রাপ্ত শিশুদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে স্থান বরাদ্দ করা হয়।

এইচ.এ.এফ ক্লাবের তালিকা, বুকিংয়ের বিস্তারিত এবং যোগ্যতার মানদণ্ড জানতে https://www.localoffertowerhamlets.co.uk/pages/local-offer/Holiday%20Activities%20and%20Food%20Provision%20(HAF) - এই লিঙ্কে ক্লিক করুন।

 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner