* আমাদের বরোর দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য বিশাল সুসংবাদ: মেয়র লুৎফুর রহমান
* নতুন ১২ হাজারসহ প্রায় ৩০ হাজার লোক কাজ করবেন, নির্মাণকাজে নিয়োগ ৭,৮০০ জন
* বছরে টাওয়ার হ্যামলেটস রেইট হিসেবে আয় করবে প্রায় ১৩ মিলিয়ন পাউন্ড
* কাউন্সিলের দূরদৃষ্টি ও প্রচেষ্টায় বিশ্বমানের বিনিয়োগে ঐতিহাসিক সাফল্য
‘গ্লোবাল ব্যাংকিং জায়ান্ট’ হিসেবে পরিচিত বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যান লন্ডনের পূর্ব প্রান্তে টাওয়ার হ্যামলেটসের ক্যানারি ওয়ার্ফে তিন মিলিয়ন বর্গফুটের অত্যাধুনিক সদরদপ্তর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এটি কাউন্সিলের দীর্ঘদিনের প্রচেষ্টা, দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব ও দক্ষ কৌশলেরই ফল বলে বিবেচিত হচ্ছে।
এই ঘোষণা স্বাগত জানিয়ে টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, বহুজাতিক এমন শক্তিশালী প্রতিষ্ঠানের সদরদপ্তর আকৃষ্ট করা নিঃসন্দেহে আমাদের বরোর জন্য অসাধারণ একটি অর্জন।
নতুন সদরদপ্তর তরুণ প্রজন্মের জন্য বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।নির্মাণপর্বে কর্মসংস্থান হবে ৭,৮০০ জনের। ভবন সম্পন্ন হলে সেখানে নতুন ভাবে ১২,০০০ সহ প্রায় ৩০ হাজার মানুষ কাজ করবেন। বছরে টাওয়ার হ্যামলেটস রেইট হিসেবে আয় করবে প্রায় ১৩ মিলিয়ন পাউন্ড।
নির্মাণ ব্যয়সহ সমগ্র প্রকল্পটি আগামী ছয় বছরে স্থানীয় অর্থনীতিতে ৯.৯ বিলিয়ন পাউন্ড অবদান রাখবে, যা বরোর অর্থনৈতিক গতি আরও বেগবান করবে।
কাউন্সিল দীর্ঘদিন ধরে জেপি মরগ্যানচেজ-কে টাওয়ার হ্যামলেটসের সম্ভাবনা ও সুযোগগুলো তুলে ধরে আশ্বস্ত করে আসছিল। বিনিয়োগটি সফলভাবে টাওয়ার হ্যামলেটসে আসে, সেজন্য বরোর পক্ষে কাউন্সিল চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার র্যাচেল রিভস, সেক্রেটারি অফ স্টেট স্টিভ রিড এমপি, এবং হাইডি আলেকজান্ডার এমপি-কে চিঠি লিখে তদবির করে। কারণ, ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণে জেপি মর্গ্যানের পছন্দের তালিকায় প্যারিস ও ফ্রাংফুট সিটিও ছিল।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সেই অসাধারণ প্রচেষ্টার সাফল্য নিশ্চিত হলো - যা ইতোমধ্যেই আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্ব অর্জন করেছে।
টাওয়ার হ্যামলেটসের নতুন লোকাল প্ল্যানে উচ্চ ভবন নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের দ্রুততম বৃদ্ধি ও সর্বোচ্চ জনঘনত্বের বরো হিসেবে এখানে উঁচুর দিকে নির্মাণের মাধ্যমে অধিক আবাসন, অফিস স্পেস ও ব্যবসায়িক সুযোগ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।এই কৌশল জেপি মরগ্যানের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির সঙ্গে সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণ।
ক্যানারি ওয়ার্ফ, স্পিটালফিল্ডস, ব্রিক লেন, ভিক্টোরিয়া পার্ক এবং কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কের অংশ মিলিয়ে টাওয়ার হ্যামলেটস আজ যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক আউটপুট প্রদানকারী বরো।
সোয়া তিন লাখ মানুষের কর্মচাঞ্চল্যে মুখর এই বরোর জনগণের গড় বয়স মাত্র ৩০, যা লন্ডনের সবচেয়ে তরুণ, কর্মমুখর ও সম্ভাবনাময় কমিউনিটি হিসেবে টাওয়ার হ্যামলেটসকে প্রতিষ্ঠা দিয়েছে।
কাউন্সিল আশ্বাস দিয়েছে, জেপি মরগ্যানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে তারা নিশ্চিত করবে যাতে বরোর বাসিন্দারা এই সুযোগগুলোর সর্বোচ্চ সুফল পায় এবং আন্তর্জাতিক আর্থিক খাতে টেকসই ক্যারিয়ার গড়ে তুলতে পারে।
মেয়র লুৎফুর রহমানের প্রতিক্রিয়া:
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র বলেন, “আমি ক্যানারি ওয়ার্ফের সাফল্যে গর্বিত। এই বিনিয়োগ আমাদের বাসিন্দাদের জন্য কর্মসংস্থান ও ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে। জেপি মরগ্যানের এই সিদ্ধান্ত আমাদের বরোর দীর্ঘমেয়াদি সমৃদ্ধির জন্য এক বিশাল সুসংবাদ। এর সঙ্গে রিভার থেমস এর তীরে নতুন বিশ্বমানের পার্ক এবং সবার জন্য উন্মুক্ত শেয়ার্ড স্পেস তৈরির পরিকল্পনাও আমাদের কমিউনিটিকে আরও সমৃদ্ধ করবে।”
তিনি ২০১০ সালের অভিজ্ঞতা স্মরণ করে আরও বলেন, “আমি যখন মেয়র ছিলাম, তখনও আমরা এই স্থানেই জেপি মরগ্যানের হেডকোয়ার্টার আনার জন্য কাজ করেছিলাম, যদিও সেসময় তা বাস্তবায়িত হয়নি। এবার তাদের আগ্রহের কথা শুনে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করেছি এবং আজ আমরা তার সফল ফলাফল দেখছি।”
উন্নয়ন পরিকল্পনা ও বিশ্বমানের নকশা:
ক্যানারি ওয়ার্ফ গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে প্রস্তাবিত পরিকল্পনায় রয়েছে: নতুন সবুজ পাবলিক পার্ক, ক্যানারি ওয়ার্ফ ডকের পুনর্গঠন, উন্নত নদীপাড় সংযোগ, আধুনিক প্রযুক্তি নির্ভর ও কর্মীবান্ধব ভবন, বিশ্বমানের ট্রেডিং ফ্লোর, রুফটপ, টেরেস, ওয়েলনেস জোন, নার্সিং রুম, রেস্টুরেন্ট-ক্যাফে ও পর্যাপ্ত সাইকেল পার্কিং।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রধান নির্বাহী স্টিভ হলসি বলেন, “এটি বরো ও দেশের জন্য একটি বড় বিজয়। আমাদের বার্তা স্পষ্ট - টাওয়ার হ্যামলেটস বিনিয়োগ ও উন্নয়নের জন্য উন্মুক্ত। আমাদের নতুন লোকাল প্ল্যান দেশি–বিদেশি ব্যবসা ও ডেভেলপমেন্টকে দৃঢ়ভাবে সমর্থন করে।”
জেপি মরগ্যান-এর সিইও জেমি ডায়মন বলেন, "সহস্রাধিক বছর ধরে লন্ডন ব্যবসা ও অর্থনীতির কেন্দ্র। নতুন টাওয়ার এই সিটির প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও দৃঢ় করবে।”
নতুন সদরদপ্তর নির্মাণ এখন স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায়। তবে একটি বিষয় স্পষ্ট, এই বিশাল প্রকল্প টাওয়ার হ্যামলেটসের উন্নয়ন, কর্মসংস্থান, আন্তর্জাতিক মর্যাদা ও আর্থিক সমৃদ্ধিতে এক নতুন অধ্যায় সূচনা করবে। বৰ্তমানে ক্যানারি ওয়ার্ফে অবস্থিত জেপি মরগ্যানচেজ - লন্ডন অফিসে ১৩,০০০ কর্মী কাজ করছেন। অর্থনীতিতে বছরে জেপি মরগ্যানচেজ এর অবদান প্রায় ৭ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড, যা মোট ৩৮,০০০ কর্মসংস্থানের সহায়তা করে।








