খেলাধুলা ২৫ নভেম্বর ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ
মঙ্গলবার মুম্বাইয়ে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে দিনের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে ভারত। একই দিন কলম্বোয় পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে মাঠে নামছে বাংলাদেশও। গ্রুপ পর্বে দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতায় তারা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ দল পড়েছে ‘সি’ গ্রুপে। দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও একই গ্রুপে। সঙ্গে আছে প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠা ইতালি এবং নেপাল। পাকিস্তান সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলে সেটা হবে কলম্বোয়। তারা বাদ পড়লে ৮ মার্চের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দুটি সেমিফাইনালের একটি মুম্বাইয়ে, অন্যটি কলকাতায়। পাকিস্তান নকআউটে উঠবে কি না তার ওপর নির্ভর করে ভেন্যু পরিবর্তন হতে পারে।প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে ৪টি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে, এরপর হবে ফাইনাল।ভেন্যুগুলো হচ্ছে- আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেনস, কলম্বোর আর প্রোমাদাসা স্টেডিয়াম ও সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড, ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম।
এই টুর্নামেন্টের জন্য ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে শুভেচ্ছা দূত হিসেবে বেছে নেওয়া হয়েছে।

গ্রুপ ‘এ’

ভারত ও পাকিস্তান স্বাভাবিকভাবেই এই গ্রুপের শক্তিশালী দল। বাকি তিন প্রতিপক্ষ—যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। গ্রুপের হাইভোল্টেজ লড়াই ভারত–পাকিস্তানের ম্যাচ ১৫ ফেব্রুয়ারি, কলম্বোয়।

সূচি

৭ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম নেদারল্যান্ডস, কলম্বো, বেলা ১১-৩০ মিনিট ** (বাংলাদেশ সময় অনুযায়ী)

৭ ফেব্রুয়ারি: ভারত বনাম যুক্তরাষ্ট্র, মুম্বাই, সন্ধ্যা ৭-৩০ মিনিট

১০ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র, কলম্বো, সন্ধ্যা ৭-৩০ মিনিট

১২ ফেব্রুয়ারি: ভারত বনাম নামিবিয়া, দিল্লি, সন্ধ্যা ৭-৩০ মিনিট

১৩ ফেব্রুয়ারি: যুক্তরাষ্ট্র বনাম নেদারল্যান্ডস, চেন্নাই, সন্ধ্যা ৭-৩০ মিনিট

১৫ ফেব্রুয়ারি: যুক্তরাষ্ট্র বনাম নামিবিয়া, চেন্নাই, বিকাল ৩-৩০ মিনিট

১৫ ফেব্রুয়ারি: ভারত বনাম পাকিস্তান, কলম্বো, সন্ধ্যা ৭-৩০ মিনিট

১৮ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম নামিবিয়া, কলম্বো, বিকাল ৩-৩০ মিনিট

১৮ ফেব্রুয়ারি: ভারত বনাম নেদারল্যান্ডস, আহমেদাবাদ, সন্ধ্যা ৭-৩০ মিনিট

গ্রুপ ‘বি’

সহ-আয়োজক শ্রীলঙ্কা তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে। তাদের সঙ্গে রয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সঙ্গে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। ওমান এই গ্রুপের পঞ্চম দল।

সূচি

৮ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, কলম্বো, সন্ধ্যা ৭-৩০ মিনিট

৯ ফেব্রুয়ারি: জিম্বাবুয়ে বনাম ওমান, কলম্বো, বিকাল ৩-৩০ মিনিট

১১ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড, কলম্বো, বিকাল ৩-৩০ মিনিট

১২ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম ওমান, ক্যান্ডি, বেলা ১১-৩০ মিনিট

১৩ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে, কলম্বো, বেলা ১১-৩০ মিনিট

১৪ ফেব্রুয়ারি: আয়ারল্যান্ড বনাম ওমান, কলম্বো, বেলা ১১-৩০ মিনিট

১৬ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, ক্যান্ডি, সন্ধ্যা ৭-৩০ মিনিট

১৯ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে, কলম্বো, বিকাল ৩-৩০ মিনিট

২০ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম ওমান, ক্যান্ডি, সন্ধ্যা ৭-৩০ মিনিট

গ্রুপ ‘সি’

বাংলাদেশ দল পড়েছে ‘সি’ গ্রুপে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ একই গ্রুপে। সঙ্গে আছে প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠা ইতালি এবং নেপাল।

সূচি

৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, কলকাতা, বিকাল ৩-৩০ মিনিট

৮ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম নেপাল, মুম্বাই, বিকাল ৩-৩০ মিনিট

৯ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ইতালি, কলকাতা, বেলা ১১-৩০ মিনিট

১১ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মুম্বাই, সন্ধ্যা ৭-৩০ মিনিট

১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম বাংলাদেশ, কলকাতা, বিকাল ৩-৩০ মিনিট

১৫ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম নেপাল, মুম্বাই, বেলা ১১-৩০ মিনিট

১৬ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম ইতালি, কলকাতা, বিকাল ৩-৩০ মিনিট

১৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নেপাল, মুম্বাই, সন্ধ্যা ৭-৩০ মিনিট

১৯ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি, কলকাতা, বেলা ১১-৩০ মিনিট

গ্রুপ ‘ডি’

এই গ্রুপটিকে বলা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’। ২০২৪ আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা পড়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে। আগের আসরে আফগানিস্তান ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল। সংযুক্ত আরব আমিরাত ও কানাডা তুলনামূলক দুর্বল দল হিসেবে গ্রুপে রয়েছে।

৮ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান — চেন্নাই — বেলা ১১-৩০ মিনিট

৯ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা — আহমেদাবাদ — সন্ধ্যা ৭-৩০ মিনিট

১০ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত — চেন্নাই — বিকাল ৩-৩০ মিনিট

১১ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান — আহমেদাবাদ — বেলা ১১-৩০ মিনিট

১৩ ফেব্রুয়ারি: কানাডা বনাম সংযুক্ত আরব আমিরাত — দিল্লি — বিকাল ৩-৩০ মিনিট

১৪ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা — আহমেদাবাদ — সন্ধ্যা ৭-৩০ মিনিট

১৬ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত — দিল্লি — বেলা ১১-৩০ মিনিট

১৭ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম কানাডা — চেন্নাই — বেলা ১১-৩০ মিনিট

১৮ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম সংযুক্ত আরব আমিরাত — দিল্লি — বেলা ১১-৩০ মিনিট

১৯ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম কানাডা — চেন্নাই — সন্ধ্যা ৭-৩০ মিনিট

 

প্রথম সেমিফাইনাল ৪ মার্চ- কলকাতা/কলম্বো- সন্ধ্যা ৭-৩০ মিনিট
দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ- মুম্বাই- সন্ধ্যা ৭-৩০ মিনিট

৮ মার্চ ফাইনাল- কলম্বো/আহমেদাবাদ-- সন্ধ্যা ৭-৩০ মিনিট

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner