নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
স্পোর্টস ডেস্কঃ ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছর নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করার কথা জানিয়েছে আইসিসি। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন তিনি।সোহেলির নিষেধাজ্ঞা ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে আগামী ৫ বছর কার্যকর থাকবে। এ সময়ে তিনি ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের কাজ থেকে নিষিদ্ধ থাকবেন।বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ফিক্সিং সংক্রান্ত পাঁচটি ধারা ভঙ্গ করেছেন সোহেলি। এর মধ্যে অন্যতম হচ্ছে একটি পক্ষের সঙ্গে চুক্তি করে ম্যাচের ফল, প্রক্রিয়াকে প্রভাবিত করা ও আন্তর্জাতিক ম্যাচে ইচ্ছে করে ভালো না খেলা। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) কাছে দায় স্বীকার করে নিয়েছেন তিনি। তাতেই লম্বা সময়ের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হচ্ছেন বাংলাদেশি এই স্পিনার। এই সময়ে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না সোহেলি।উল্লেখ্য, ২০১৩ সালে অভিষেক হওয়া এই স্পিনার দেশের হয়ে ২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।