বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য শাখা আগামী রোববার মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের নতুন মঞ্চনাট্য ‘নিঃশব্দের শব্দ' - নেশা, ত্যাগ, মানসিক স্বাস্থ্য সংকট এবং ভালোবাসার রূপান্তরমূলক শক্তিকে কেন্দ্র করে নির্মিত এক গভীর মানবিক গল্প।
নাটকটি মঞ্চায়িত হবে রবিবার, ১৬ নভেম্বর লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে (192-196 Hanbury St, London E1 5HU)।
দর্শকদের জন্য দরজা খুলবে সন্ধ্যা ৭টায়, আর পর্দা উঠবে ৭টা ৩০ মিনিটে। প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ পাউন্ড, এবং ৭ বছর বা তার বেশি বয়সী সবাই নাটকটি উপভোগ করতে পারবেন।
নাটকের গল্প:
‘নিঃশব্দের শব্দ’-এর কেন্দ্রীয় চরিত্র আজাদ - ইস্ট লন্ডনের এক ব্রিটিশ-বাংলাদেশি তরুণ, যে মাদকাসক্তির অন্ধকারে ধীরে ধীরে হারিয়ে যায়। পরিবারের সঙ্গে টানাপোড়েনের এক পর্যায়ে শেষ প্রচেষ্টা হিসেবে বাংলাদেশ থেকে আমিনার সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়, তবে গোপন রাখা হয় আজাদের নেশার ইতিহাস।
লন্ডনে এসে সত্য জানার পরও আমিনা ভালোবাসা, ধৈর্য ও মানবিকতার শক্তি দিয়ে আজাদকে বদলে দেওয়ার চেষ্টা চালিয়ে যায় এবং শেষপর্যন্ত সফলও হয়। তবে দীর্ঘ সহিংসতা, মানসিক চাপ ও অভিবাসন-সংকটে এবার ভেঙে পড়ে আমিনা। তার মানসিক স্বাস্থ্য দ্রুত অবনতি ঘটে, আর পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
এই অবস্থায় যে নারী তাকে নতুন জীবন দিয়েছিল, তাকেই বাঁচানোর দায়িত্ব নিতে হয় আজাদকে। পরিবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরামর্শ দিলেও আজাদ তা মানতে নারাজ। শুরু হয় আমিনাকে সুস্থ করে তোলার নতুন সংগ্রাম—যা দেখিয়ে দেয় মুক্তি কখনো একতরফা নয়; ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতাই নতুন জীবনের পথ দেখায়।
www.eventbrite.co.uk/e/nishobder-shobdo-sound-of-silence-by-bangladesh-udichi-shilpigosthi-uk-tickets-1743980515669?utm-campaign=social&utm-content=attendeeshare&utm-medium=discovery&utm-term=listing&utm-source=cp&aff=ebdsshcopyurl








