বিনোদন ১৪ নভেম্বর ২০২৫

হলো না জেমস-আলী আজমতের কনসার্ট

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

বিনোদনঃ
নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি রক তারকা আলী আজমতকে নিয়ে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট আয়োজন করেছিল অ্যাসেন কমিউনিকেশন। কনসার্টের ভেন্যু, সময়, মঞ্চ, সাউন্ড, লাইটসহ সব কিছুই ঠিক ছিল। এমনকি পাকিস্তানের আলী আজমতও ঢাকায় এসে পৌঁছেছিলেন। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় আগের দিন রাতে কনসার্টটি স্থগিত করা হয়।কনসার্টটি হওয়ার কথা ছিল শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন একটি কনভেনশন সেন্টারে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, বিমানবন্দর এলাকা কেপিআইভুক্ত (গুরুত্বপূর্ণ স্থাপনা)। কয়েক দিন আগেই সেখানে অগ্নিকাণ্ডের মতো বড় ধরনের ঘটনা ঘটেছে। নিরাপত্তাজনিত বিষয় বিবেচনা করে এ মুহূর্তে ওই এলাকায় কনসার্টের অনুমতি দেওয়া হয়নি।এ বিষয়ে আয়োজক অ্যাসেন কমিউনিকেশন এক বিবৃতিতে জানায়, ‘অনিবার্য পরিস্থিতির কারণে ‘আলী আজমত অ্যান্ড জেমস : লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটি স্থগিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নতুন তারিখ ও ভেন্যু জানানো হবে।এদিকে কনসার্টে অংশ নিতে ৩ দিন আগে ঢাকায় এসে উপস্থিত হন আলী আজমত। এই আয়োজনে প্রথমবারের মতো জেমসের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল তার। ঢাকায় এসে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ সুযোগ পেয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner