কমিউনিটি ২৩ অক্টোবর ২০২৫

গ্রিন ফ্ল্যাগ পুরস্কার-প্রাপ্ত টাওয়ার হ্যামলেটসের পার্কের জন্য ভোট দিন

post

জাতীয়ভাবে শীর্ষ ১০টি ইউকে পার্ক নির্বাচন করার জন্য গ্রিন ফ্ল্যাগঅ্যাওয়ার্ড সবাইকে তাদের প্রিয় সবুজ স্থান বেছে নেওয়ার জন্য আহবান জানিয়েছে।

কর্মী ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের ফলে, টাওয়ার হ্যামলেটসে আমাদের ১৪টি গ্রিন ফ্ল্যাগ পুরস্কার-প্রাপ্ত পার্ক রয়েছে, যার মধ্যে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় ভিক্টোরিয়া পার্ক, যা আবারও প্রতিযোগিতায় রয়েছে ২০২৫ সালের গ্রিন ফ্ল্যাগ পিপল’স চয়েস অ্যাওয়ার্ডের জন্য।

ভোট দিতে আপনার মাত্র ৩০ সেকেন্ড সময় লাগবে, কিন্তু এটি ভিকি পার্কের সৌন্দর্য, কমিউনিটির চেতনা এবং সবুজ উৎকর্ষকে সারা দেশে তুলে ধরতে সাহায্য করতে পারে।

ভিকি পার্ককে ১৩তম ধারাবাহিক বারের মতো পিপল’স চয়েস খেতাব ধরে রাখতে সাহায্য করুন।

www.greenflagaward.org/park-summary/?park=1577- এই ওয়েবসাইটে গিয়ে আপনার প্রিয় ভিক্টোরিয়া পার্ককে ভোট দিন।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner