কমিউনিটি ২০ অক্টোবর ২০২৫

কৃষ্ণাঙ্গ কমিউনিটির শিল্প, সংস্কৃতি ও ইতিহাসে ভরপুর ব্ল্যাক হিস্ট্রি মান্থ পালিত হচ্ছে টাওয়ার হ্যামলেটসে

post

টাওয়ার হ্যামলেটস এই অক্টোবর মাসে উদযাপন করছে ব্ল্যাক হিস্ট্রি মান্থ, যা শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহীদের জন্য ভিন্নধর্মী আয়োজন নিয়ে এসেছে। এক্সিবিশন, পারফরম্যান্স, ওয়ার্কশপ, সিনেমা, সঙ্গীত, কবিতা এবং আলোচনা—সব আয়োজন মিলে পুরো মাসটি করে তুলেছে বিশেষ।

২০ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত জেনেসিস সিনেমা (৯৩-৯৫ মাইল এন্ড রোড) -এ অনুষ্ঠিত হবে ব্ল্যাক হিস্ট্রি মান্থ আর্ট এক্সিবিশন, যেখানে চারজন শিল্পীর কাজ দর্শকদের নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে। একই সময়ে শুরু হচ্ছে "ইট টেকস এ ভিলেজ ব্ল্যাক হিস্ট্রি মান্থ পপ-আপ মার্কেট" (It Takes A Village Black History Month Pop-up Market) যা ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

২৪ অক্টোবর লন্ডন মিউজিয়াম ডকল্যান্ডস-এ অনুষ্ঠিত হবে “লন্ডন, সুগার & স্লেভারি” গ্যালারির পরিচিতি আলোচনা। এছাড়া ২৬ অক্টোবর জর্জিয়ান লন্ডনে 'আফ্রিকান বংশোদ্ভূত মানুষ' শিরোনামের সেশনে লন্ডনের ১৮শ শতাব্দীর প্রায় ১৫,০০০ আফ্রিকান বংশোদ্ভূত মানুষের জীবন ও ইতিহাস তুলে ধরা হবে।

২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে “আফ্রিকা: আমাদের ভুলে যাওয়ার আগে” শিরোনামের ৪৫ মিনিটের ইমারসিভ ওয়ার্কশপ, যেখানে মধ্যযুগীয় আফ্রিকার ইতিহাস ও সংস্কৃতি ঘিরে একটি ভ্রমণ উপস্থাপন করা হবে।

৩০ অক্টোবর, কুইন মেরি বিশ্ববিদ্যালয়, আর্টস ওয়ান বিল্ডিং-এ প্রদর্শিত হবে ডকুমেন্টারি "ফ্যাদারলেস নো মোর" (Fatherless No More), যেখানে একজন অরল্যান্ডো ভিত্তিক পাস্তর ও সাবেক সুপার বোল চ্যাম্পিয়নের জীবনযাত্রা ও কর্মপ্রেরণার কাহিনী তুলে ধরা হবে। প্রদর্শনের পর প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হবে।

শিশুদের জন্যও আয়োজন আছে - ২৩ অক্টোবর, ক্রিস্প স্ট্রিট ও হোয়াইটচ্যাপেলে আইডিয়া স্টোরে অনুষ্ঠিত হবে কোড ক্লাব, যেখানে ৮ বছর বা তার বেশি বয়সী শিশুরা স্ক্রাচ (Scratch) ও মাইক্রোবিট (Microbit) ব্যবহার করে নিজের গেম এবং অ্যানিমেশন তৈরি করতে পারবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাসব্যাপী আয়োজনের লক্ষ্য হলো কমিউনিটিতে বৈচিত্র্য, ঐতিহ্য ও শিল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সব বয়সের মানুষের জন্য ডিজিটাল ও সাংস্কৃতিক শিক্ষার সুযোগ সৃষ্টি করা।

বিস্তারিত তথ্য বা অংশগ্রহণের জন্য ভিজিট করুন: www.towerhamlets.gov.uk/lgnl/leisure_and_culture/Black-History-Month/Black-History-Month.aspx

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner