আবু সুফিয়ান : গত ৫ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেসক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ।পূর্বলন্ডনের স্টেপনি ফুটবল মাঠে দিনব্যাপী আয়োজিত এবারের টুর্নামেন্টে বিভিন্ন মিডিয়া হাউস থেকে ৬ টি দল অংশগ্রহণ করে।অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে গ্রুপ "এ" বাংলা কাগজ , ওয়ান বাংলা ইউনাইটেড ও ইউকে বাংলা লাইভ । গ্রুপ "বি " দেশ-পত্রিকা ইউনাইটেড , চ্যানেল এস ও মোহামেডান এফসি ।
ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে চ্যানেল এস’কে ৪-৩ গোলে হারিয়ে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড চ্যাম্পিয়ন হয় ।টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাহার উদ্দিন এবং শাহিদুর রহমান সুহেল। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন জাকির হোসেন কয়েস। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন আব্দুস সোবহান।খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন ক্লাবের উর্দ্ধতম কর্মকর্তারা ।