গ্রাম বাংলা ০২ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে হত্যা-সহিংসতায় ৩ মামলা, আসামি হাজারের বেশি

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

খাগড়াছড়ি:
খাগড়াছড়ির গুইমারা ও সদর উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। এসব মামলায় হাজারেরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুটি মামলা গুইমারা থানায় এবং একটি মামলা খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা হয়েছে।কিশোরী ধর্ষণের অভিযোগ তুলে অবরোধের সময় খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ তিনটি মামলা করেছে।খাগড়াছড়ি সদর থানায় একটি এবং গুইমারা থানায় দুইটি মামলা করা হয়েছে। এসব মামলায় হত্যা, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা ভঙ্গ করে দাঙ্গার অভিযোগ আনা হয়েছে।খাগড়াছড়ি সদর থানার ১৪৪ ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৬০০/৭০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।অপরদিকে গুইমারা থানায় হত্যা, পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।  গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে গুইমারার পরিস্থিতি স্বাভাবিক বলেও জানান তিনি।এদিকে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলকে ছয়দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়।  খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, রিমান্ড শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।আজ বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিনে সকাল থেকে বাজারে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের লোকজন স্বাভাবিকভাবে আসতে শুরু করেছে। খাগড়াছড়ির সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাটও খোলা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো ১৪৪ ধারা বহাল রয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner