কমিউনিটি ০২ অক্টোবর ২০২৫

৫ অক্টোবর রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট

post

আবু সুফিয়ান : বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫।আগামী ৫ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের স্টেপনি গ্রীন ফুটবল মাঠে দুপুর ১টায় এ টুর্নামেন্ট  শুরু হবে। 

এ উপলক্ষে গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার পূর্ব লন্ডনের  লন্ডন বাংলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ জুবায়ের।ক্লাবের সাধারণ সম্পাদক  তাইসির মাহমুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ফুটবল টুর্নামেন্টের  বিভিন্ন দিক নিয়ে কথা বলেন  ট্রেজারার সালেহ আহমেদ, ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন, টুর্নামেন্ট পরিচালনা সংস্থা লন্ডন স্পোটিফের কো-অর্ডিনেটর ফরহাদ উদ্দিন ও ম্যানেজার মুহি মিকদাদ ।

এবারের টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে।টিমগুলো হচ্ছে, ওয়ান বাংলা ইউনাইটেড, বাংলা কাগজ, চ্যানেল এস, মোহামেডান এস সি , দেশ-পত্রিকা ইউনাইটেড, এবং ইউকে বাংলা লাইভ ইউনাইটেড।

অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী ছয়টি দলকে "এ" এবং "বি" গ্রুপে ভাগ করা হয় ।এ ছাড়া একই পদ্ধতিতে নির্ধারণ করা হয়  টিমগুলোর জার্সি কালার।গ্রুপ "এ" তে খেলবে বাংলা কাগজ (বেগুনি জার্সি ) , ওয়ান বাংলা ইউনাইটেড (নীল  জার্সি) ও ইউকে বাংলা লাইভ (আকাশী জার্সি) । গ্রুপ "বি "তে খেলবে  দেশ-পত্রিকা ইউনাইটেড (লাল  জার্সি), চ্যানেল এস(সাদা  জার্সি)  ও মোহামেডান এফসি (সবুজ  জার্সি)।


  

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner