কমিউনিটি ২৭ সেপ্টেম্বর ২০২৫

টাওয়ার হ্যামলেটসে ‘সেক্রেড বডি উইমেন্স হেলথ সেলিব্রেশন’

post

১৬ সেপ্টেম্বর ২০২৫। টাওয়ার হ্যামলেটস টাউন হলে যেন অন্যরকম এক প্রাণচাঞ্চল্য। হাসি, উচ্ছ্বাস আর গর্বের আবহে এক জায়গায় জড়ো হয়েছিলেন দেড় শতাধিক নারী। উপলক্ষ অনন্য-‘সেক্রেড বডি উইমেন্স হেলথ সেলিব্রেশন’।

এটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং নারীর আত্মবিশ্বাস, নেতৃত্ব আর স্বাস্থ্যকে একসূত্রে গাঁথা এক শক্তিশালী উৎসব। অ্যাকাউন্ট৩ আয়োজিত এই অনুষ্ঠানটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অর্থায়নে পরিচালিত “ডেয়ার টু লিড উইমেন্স লিডারশিপ প্রোগ্রাম“-এর অংশ হিসেবে আয়োজন করা হয়। আর সবচেয়ে বড় দিক হলো, এই পুরো আয়োজনটির নেতৃত্ব দেন সেই নারীরাই, যারা সম্প্রতি এই নেতৃত্ব প্রশিক্ষণ সফলভাবে শেষ করেছেন।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর ইকুয়াইলিটিজ এন্ড সোশ্যাল ইনক্লুশন কাউন্সিলর বদরুল চৌধুরী এবং কেবিনেট মেম্বার ফর হেলথ, অয়েলবিয়িং এবং সোশ্যাল কেয়ার, কাউন্সিলর সাবিনা আক্তার।

নেতৃত্বের হাত ধরে আত্মবিশ্বাস

অনুষ্ঠানের প্রতিটি ধাপে ঝলমল করছিলো নারীর সক্ষমতা ও আত্মবিশ্বাস। কেউ মঞ্চে এসে অভিজ্ঞতার কথা বললেন, কেউ স্বাস্থ্য বিষয়ক আলোচনায় অংশ নিয়ে নিজের জ্ঞান ভাগ করে নিলেন। আবার কেউ ইন্টারেকটিভ স্টলে দাঁড়িয়ে কমিউনিটির অন্য নারীদের হাতে তুলে দিলেন দরকারী তথ্য, পরামর্শ আর সহায়তার সুযোগ।

অনেকেই বলছিলেন, এই প্রশিক্ষণ ও অভিজ্ঞতা শুধু তাদের ব্যক্তিগত জীবনে নয়, বরং পরিবার, সমাজ ও কমিউনিটির প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনবে।

স্বাস্থ্য ও সুস্থতাকে অগ্রাধিকার

কেবল নেতৃত্ব নয়, নারীর সার্বিক সুস্থতাকেও সমান গুরুত্ব দেওয়া হয় এ আয়োজনে। বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে আয়োজিত হেলথ প্যানেল ডিসকাশন-এ উঠে আসে নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয়।

স্টলগুলোতেও ছিল নারীর স্বাস্থ্যসেবা, মানসিক সুস্থতা, পুষ্টি, ব্যায়াম থেকে শুরু করে পারিবারিক যত্নের বিষয়াদি সম্পর্কিত বিপুল তথ্য। নারীরা নিজেরা এসব তথ্য সংগ্রহ করেন, আবার একে অপরের সাথে শেয়ারও করেন।

নারীর হাতে কমিউনিটির অগ্রযাত্রা

অনুষ্ঠানকে ঘিরে ছিল বিশেষ এক বার্তা -“যখন নারী নেতৃত্ব দেয়, তখন পুরো কমিউনিটি এগিয়ে যায়।” উপস্থিত নারীরা একমত ছিলেন যে, সুস্থ, আত্মবিশ্বাসী এবং শিক্ষিত নারী মানেই একটি সুসংগঠিত ও অগ্রসর সমাজ।

উচ্ছ্বাস ও গর্বের সমাপ্তি

দিনের শেষভাগে যখন নেতৃত্ব প্রশিক্ষণ সম্পন্ন করা নারীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হলো, তখন টাউন হলের প্রতিটি কোণ ভরে উঠল হাততালিতে। চোখের কোণে গর্বের অশ্রু আর ঠোঁটে হাসি - সবকিছুই বলে দিচ্ছিল, এই নারীরা আর পেছনে ফিরে তাকাবেন না।

তাদের যাত্রা এখানেই শেষ নয়। বরং এই অনুষ্ঠান তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা - যেখানে তারা শুধু নিজেদের জন্য নয়, বরং পুরো কমিউনিটির জন্য হবেন প্রেরণা, সাহস আর নেতৃত্বের প্রতীক।

“সেক্রেড বডি উইমেন্স হেলথ সেলিব্রেশন” আমাদের দেখিয়েছে - যখন নারীরা নেতৃত্ব নেয়, তখন সত্যিই সমাজের প্রতিটি স্তরে আলো ছড়িয়ে পড়ে।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner