নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
স্পোর্টস ডেস্কঃ আজকের ম্যাচটি ‘অঘোষিত সেমিফাইনাল’। যে দল জিতবে তারাই আগামী ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে। এমন বাঁচামরার ম্যাচে টস জিতে ফিল্ডিং করতে নেমে পাকিস্তানকে ১৩৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। তাই ফাইনালে যেতে ১৩৬ রান করতে হবে টাইগারদের।বহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। প্রথম দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন তাসকিন ও শেখ মেহেদি। সেই ধাক্কা সামাল দেয়ার আগে ৫০ রানে আরও ৩ উইকেট হারায় ম্যান ইন গ্রিনরা। শেষ দিকে হারিসের ২৩ বলে ৩১, শাহিন আফ্রিদির ১৩ বলে ১৯ ও নওয়াজের ১৫ বলে দ্রুতগতির ২৫ রানের কল্যাণে ৮ উইকেটে ১৩৫ রানে থামে পাকিস্তান।বাংলাদেশের হয়ে তাসকিন ৩টি, শেখ মেহেদি ও রিশাদ ২টি করে উইকেট লাভ করেন। এদিকে ইনজুরি আক্রান্ত হওয়ায় আজও একাদশে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাই টস করেছেন জাকের আলী। এছাড়াও একাদশ থেকে বাদ পড়েছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদ, ওপেনার তানজিদ হাসান তামিম ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি, পেসার তাসকিন আহমেদ ও পেসার তানজিম হাসান সাকিব।পরিসংখ্যানের দিক থেকে পাকিস্তানের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২৫টি টোয়েন্টি খেলায় মাত্র ৫ বার জয় পেয়েছে টাইগাররা। এশিয়া কাপে ১৫ দেখায় জয়ের সংখ্যা মাত্র ২। তবে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড বেশ ইতিবাচক।
বাংলাদেশকে ১৩৬ রানের লক্ষ্য দিল পাকিস্তান
