বাংলাদেশ ২৩ সেপ্টেম্বর ২০২৫

টিএসসিতে হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের উপর লক্ষ্য করে আওয়ামী লীগের-নেতাকর্মী কর্তৃক ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করার প্রতিবাদে টিএসসিতে শেখ হাসিনার ছবির উপর ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ‌‘দ্যা রেড জুলাই’।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।দ্যা রেড জুলাই’ সদস্য সচিব মো. সজিব হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত অনেক লীগ দেখেছি, পুলিশ লীগ, আনসার লীগ। আওয়ামী ফ্যাসিস্টরা যখন অন্যান্য দিক থেকে পেরে উঠছে না এখন তারা ডিম লীগ হয়ে আগমন করেছে। এখন থেকে যখন‌ই এই আওয়ামী ফ্যাসিস্টদের দেখবেন তাদের প্রথমে হালকা করে মেরে ডিম দিয়ে প্রশাসনের হাতে তুলে দিবেন।তিনি আরও বলেন,আজকে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গীদের ডিম মেরে লাঞ্ছিত করা হলো। প্রধান উপদেষ্টার সাথে সফর সঙ্গী হয়েও যদি তারা নিরাপত্তার অভাবে থাকেন তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবেন‌। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner