টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : যুক্তরাজ্য ও ইউরোপের যেকোনো দেশ থেকে বাংলাদেশী পাসপোর্টে প্রায় অর্ধেক খরচে হজে যাবার তথ্য জানাতে হজ গাইডলাইন মেলা ও হজ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদের দ্বিতীয় তলায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
গত ১২ সেপ্টেম্বর শুক্রবার লন্ডন-বাংলা প্রেসক্লাবে- কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড আয়োজিত -এক সংবাদ সম্মেলনে -এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়,বর্তমানে NUSUK সিস্টেমের কারণে ইউরোপ কোটায় হজ অনেক ব্যয়বহুল।তাছাড়াও কোটা ব্যবস্থা বিদ্যমান থাকায় এ সংকট আরো প্রকট হয়ে পড়েছে।এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনায় রেখে বাংলাদেশি পাসপোর্টে সর্বনিম্ন চার হাজার পাউন্ডে হজে যাওয়ার ব্যবস্থা করছে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।
সংবাদ সম্মেলনে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে যুক্তরাজ্য থেকে বিগত দিনে হজে যাওয়া হাজিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।