বাংলাদেশ ০৮ সেপ্টেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই ফলের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়। ফলের ঝুড়ি গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বেগম জিয়ার পক্ষে রাষ্ট্রদূতের পাঠানো মৌসুমি ফল গ্রহণ। পাশাপাশি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner