বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর ২০২৫

ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মহিলা দলের

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
ফেসবুকে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে ছড়ানো ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছে সংগঠনটি।এ বিষয়ে মহিলা দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষর জাল করে গত ১৩ সেপ্টেম্বর ফেসবুকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।তারা বলেন, উক্ত বিজ্ঞপ্তি আমাদের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। তাই এ বিষয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হলো।বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner