বাংলাদেশ ০৬ সেপ্টেম্বর ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। আরবের মক্কা নগরের কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এ দিনে তিনি জন্মগ্রহণ করেন। জন্মের আগেই পিতৃহারা হন এবং ছয় বছর বয়সে মাতৃহারা হন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মুসলমানরা দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) হিসেবে পালন করেন।ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান-খয়রাত ও নফল ইবাদতের মাধ্যমে পালন করবেন। অনেকেই নফল রোজা রাখবেন।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহানবী (সা.) সাম্য, ন্যায় ও মানবাধিকারের সমাজ প্রতিষ্ঠা করেছেন এবং তাঁর জীবনাদর্শ মুসলমানদের জন্য অনুসরণীয়। প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। তারেক রহমান বলেছেন, মহানবীর জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের জীবনে আদর্শ ও ত্যাগের প্রতিফলন ঘটাতে হবে।বাংলাদেশে আজ শনিবার রাষ্ট্রীয় ছুটি। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ঢাকা মহানগরের প্রধান সড়কদ্বীপ ও লাইট পোস্টগুলোতে জাতীয় পতাকা ও কালিমা তায়্যিবা অঙ্কিত ব্যানার টানানো হয়েছে।দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।এছাড়া মাসব্যাপী ইসলামি বইমেলা আয়োজন করা হয়েছে। এতে মিসর, তুরস্ক, পাকিস্তান ও লেবাননের প্রকাশনা সংস্থাসহ প্রায় ২০০টি স্টল অংশ নেবে। মেলা চলবে ১৩ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।ঢাকা মহানগরের স্কুল-কলেজ, আলিয়া ও কওমি মাদরাসা এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে ১৫ ও ১৬ সেপ্টেম্বর। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে ১৮ সেপ্টেম্বর। এছাড়া কিরাত মাহফিল (১১ সেপ্টেম্বর), হামদ-নাত অনুষ্ঠান (১৭ সেপ্টেম্বর) এবং কবিতা পাঠের আসর (১৮ সেপ্টেম্বর) আয়োজন করা হবে।ঈদে মিলাদুন্নবী (সা.) শান্তিপূর্ণভাবে পালনের জন্য সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীর মতো বড় শহরে জমায়েত ও শোভাযাত্রায় বিশেষ নজরদারি থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন।সংবেদনশীল স্থানে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে, পাশাপাশি বড় মসজিদ ও ধর্মীয় স্থানে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জনসমাগম ও ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner