বাংলাদেশ ০৬ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে বাসচাপায় নওগাঁ ডিবির ওসি নিহত, স্ত্রী গুরুতর আহত

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
গাজীপুরে বাসের ধাক্কায় এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মহানগরীর জেলা পুলিশ লাইনের সামনে ঢাকা-জয়দেবপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।ওই পুলিশ পরিদর্শকের নাম মোস্তাফিজ হাসান (৫২)। তিনি নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী লতিফা জেসমিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।নগরীর সদর থানার ওসি মেহেদী হাসান জানান, নিহত পুলিশ পরিদর্শক তার প্রাইভেট কারটি রেখে স্ত্রী নিয়ে রাস্তা পার হয়ে পুলিশ লাইন সংলগ্ন রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন। এ সময় কাপাসিয়া থেকে গাজীপুরগামী ‘পথের সাথী পরিবহনের’ একটি বাস তাদের চাপা দেয়।এতে তারা গুরুতর আহত হন।পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোস্তাফিজ হাসানকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী লতিফা জেসমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তারা কেন গাজীপুরে এসে ছিলেন তা জানাতে পারেননি ওসি।এদিকে পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি বলেন, বাসটি আটক এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।মোস্তাফিজ হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner