যুক্তরাজ্যে সবচেয়ে বেশি তরুণ জনসংখ্যার বসবাস টাওয়ার হ্যামলেটস বারায়। বিভিন্ন সুযোগ—সুবিধা বৃদ্ধির মাধ্যমে বারার তরুণ জনগোষ্ঠির ক্ষমতায়নের জন্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ১৩ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করছে। বারার শিশু—কিশোর তথা তরুণ সমাজকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করতে এবার সামার হলিডেতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছিল কাউন্সিলের ব্র্যান্ড নিউ ইয়ূথ সার্ভিস “ইয়ূথ টাওয়ার হ্যামলেটস”।
এরই অংশ হিসেবে সামার হলিডে বা গ্রীষ্মকালীন স্কুল ছুটির শেষ সপ্তাহে ইয়ং টাওয়ার হ্যামলেটস ফাইনাল বা চুড়ান্ত টেকওভার ইভেন্ট অনুষ্ঠিত হয় বেথনাল গ্রিন পার্কে। এটি পরিচিতি লাভ করে সামার ফেয়ার হিসেবে ও সর্বমোট বারাজুড্ ৯ টি ফেয়ার অনুষ্ঠিত হয়।#
সেদিন সর্বশেষ এই আয়োজনে ছিল বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এই সামার ফান ফেয়ার। এতে বিভিন্ন বয়সের শিশু—কিশোরদের জন্য ফুটবল, বাস্কেটবল, ক্লাইমিং, সুমো ফাইট সহ খেলাধুলার নানা আয়োজন ছিল। এছাড়াও মেহেদি, ফেস—পেইন্টিং বার্গার সহ নানা ধরনের স্টল ছিল। ছিল বাচ্চাদের জন্যে বাইক প্রশিক্ষণের ব্যবস্থাও।
বিকেলে নির্বাহী মেয়র লুৎফুর রহমান পার্কে উপস্থিত হয়ে ফিতা কেটে ফান ফেয়ারের উদ্বোধন করেন এবং বড় একটা কেক কাটেন।
নির্বাহী মেয়র পার্ক জুড়ে ফান ফেয়ারে আসা শিশু—কিশোর এবং তাদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং বিভিন্ন এক্টিভিটিস দেখেন। এ সময় সঙ্গে ডেপুটি মেয়র এবং এডুকেশন, ইয়ুথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মাইয়ূম তালুকদারসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি জানান, ইতোমধ্যে চালু করা হয়েছে ১৮টি ইয়ূথ সেন্টার। আরো দু’টি সেন্টার চালু করে বারার ২০টি ওয়ার্ডে ২০টি ইয়ূথ সেন্টার চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।প্রেস বিজ্ঞপ্তি