খেলাধুলা ০১ সেপ্টেম্বর ২০২৫

নেদারল্যান্ডসকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হেসে খেলেই নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চত করল টাইগাররা। ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩তম ওভারের শুরুতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৩ বলে ১০৩ রান করে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে আরিয়ান দত্ত করেছেন সর্বোচ্চ ৩০ রান। বাংলাদেশের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম।লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ৪০ রানের জুটি গড়েন তানজিদ তামিম-পারভেজ হোসেন ইমন। ৩ চার ও ১ ছক্কায় ইমন ২৩ রানে ফিরে যাওয়ার পর তানজিদ তামিম জয়ের বাকি কাজ করেন অধিনায়ক লিটনকে নিয়ে।দুজন মিলে ৬৪ রানের জুটি গড়েন। ১৩.১ ওভারেই তারা জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দেশকে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner