কুষ্টিয়া কুমারখালীতে গুণীজন সংবর্ধনা প্রদান শিক্ষাঙ্গনে আলোর প্রদীপ-বিদায়েও আলো ছড়ালেন প্রফেসর ড. দিল আফরোজ ( মুনসী মোঃ সাজেদুর রহমান টেনটু)পরিচালনা পর্ষদ সোন্দাহ-নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালি, কুষ্টিয়া আয়োজন করে "গুণীজন সংবর্ধনা" অনুষ্ঠান। সংবর্ধিত হন অত্র এলাকার কৃতি সন্তান ও মুনসী পরিবারের গর্ব, প্রফেসর ড. দিল আফরোজ বেগম (অব.) শিক্ষাঙ্গনে আলোর প্রদীপ-বিদায়েও
কুষ্টিয়া কুমারখালীতে গুণীজন সংবর্ধনা
