বাংলাদেশ ০৮ আগস্ট ২০২৫

ঢাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা, ত্যাগীদের বাদ দিয়ে ছাত্রলীগ পদায়নের অভিযোগ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। তবে এই কমিটিতে বিগত ‘ফ্যাসিবাদী’ সময়ে নির্যাতন সহ্য করা বহু ত্যাগী কর্মীকে বাদ দিয়ে, ছাত্রলীগ সংশ্লিষ্টদের পদায়নের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ আগস্ট) ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

১৮টি হলে মোট ৫৯৩ জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত কমিটিতে হাজী মুহম্মদ মুহসীন হলে সর্বোচ্চ ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও: মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৫১ জন, কবি জসীমউদ্দীন হলে ৪৩ জন, মাস্টারদা সূর্যসেন হলে ৪৭ জন, বিজয় একাত্তর ও শেখ মুজিবুর রহমান হলে ৫৪ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৫৬ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ১৮ জন, স্যার এ এফ রহমান হলে ৩৮ জন, জগন্নাথ হলে ৩৪ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৪৮ জন, ফজলুল হক মুসলিম হলে ৩৬ জন, অমর একুশে হলে ২৫ জন, রোকেয়া হলে ৮ জন, শামসুন্নাহার হলে ৫ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৪ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩ জন এবং কবি সুফিয়া কামাল হলে ৭ জন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তবে বেশ কয়েকটি হলের কমিটিতে ছাত্রলীগের সাথে সম্পৃক্তদের পদায়নের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মুহসীন হলের আহ্বায়ক আবু জর গিফারী ইফাত, রোকেয়া হলের সদস্য সচিব আনিকা বিনতে আশরাফ, অমর একুশে হলের সদস্য সচিব আব্দুল হামিদ, কুয়েত মৈত্রী হলের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পুতুল, মুহসীন হলের যুগ্ম সদস্য সচিব রোমান মিয়া, শামসুন্নাহার হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নীতু রাণী সাহা, বিজয় একাত্তর হলের যুগ্ম আহ্বায়ক আরকানুল ইসলাম রূপক, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক মোমিতুর রহমান পিয়াল, আবদুল্লাহ আল নোমান এবং মোস্তফা হোসেন লিখন পূর্বে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, কমিটি থেকে বাদ পড়েছেন বহু ত্যাগী নেতা-কর্মী। যেমন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামির সাদিক।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল বলেন, ‘সামির সাদিক জিয়া হল ছাত্রদলে প্রায় ৫ বছর ধরে রাজনীতি করছে। শুধু হিংসা ও অন্তর্জালার কারণে বিশ্ববিদ্যালয় নেতৃত্ব ছেলেটিকে কমিটি থেকে বাদ দিয়েছে। বলতে চাই- এভাবে আর কত? দলের জন্য নিবেদিতপ্রাণদের বাদ দিয়ে ব্যক্তি স্বার্থ উদ্ধারে দলের কি কল্যাণ হবে?’

এছাড়াও, শেখ মুজিবুর রহমান হলের ছাত্রদল কর্মী আবু তালিব, যাকে ছাত্রলীগের কর্মীরা হল থেকে নির্যাতন করে বের করে দিয়েছিল, তাকেও নতুন কমিটিতে পদায়ন করা হয়নি।

তবে সবচেয়ে বিস্ফোরক অভিযোগ এসেছে স্যার এ এফ রহমান হল ছাত্রদলের নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান মুন্না-র কাছ থেকে।

তিনি বলেন, ‘২০২২ সাল থেকে জাতীয়তাবাদী আদর্শ বুকে লালন করে রাষ্ট্রযন্ত্রের বুট-বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছি। আন্দোলনের পরেও অনেক সুযোগ-সুবিধার প্রস্তাবনা পেয়েছি, কিন্তু আদর্শ বিক্রি করিনি। অথচ আজকে আমার সেই ত্যাগ, তিতিক্ষা ও বিশ্বস্ততার প্রতিদান হিসেবে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন তার নিজের ছোট ভাইকে আমার জায়গায় বসিয়েছেন। এটি সরাসরি স্বজনপ্রীতি।’

এ বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনেই ফোন কেটে দেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner