বাংলাদেশ ৩০ জানুয়ারী ২০২৪

বিএনপি নেতা মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহজাহান গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা তাকে অপেক্ষা করতে বলেছি। সেই সঙ্গে কালো পতাকা মিছিল থেকে বিরত থাকতে বলেছি।এর আগে দলের পূর্বঘোষিত কালো পতাকা মিছিলের সময় উত্তরা ১২নং সেক্টরের কবরস্থান সামনে থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। এদিন দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্বাদশ সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল বের করে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপি। এ সময় মিছিল থেকে সেখান থেকে মঈন খানকে পুলিশ তুলে নিয়ে যায় বলে দাবি করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, তাকে (মঈন খান) উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner