নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ মঙ্গলবার (৫ আগস্ট) কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের এক ‘গোপন বৈঠক’ হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।এই খবর ছড়িয়ে পড়লে, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ইনানী সৈকতের বিলাসবহুল সী পার্ল হোটেলের গেটের সামনে এই বিক্ষোভ মিছিল করেন। খবর পাওয়া যাচ্ছে, রাত পর্যন্ত হোটেলের বাইরে অবস্থান নিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে কক্সবাজারের এই বৈঠকটিকে ভুয়া বলে অভিহিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হাইকমিশনারের প্রেসমিনিস্টার গোলাম মুর্তজা। তিনি মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্ট শেয়ার করেন। সেখানে দেখা যায়, মাসকোয়াথ আহসান নামের এক ব্যক্তি দুটি ছবি পোস্ট করেছেন। ছবি-ভিত্তিক এসব গুজব দ্রুত ভাইরাল হয় এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা।প্রেস মিনিস্টার গোলাম মুর্তজার ওই পোস্ট শেয়ার করে লিখেছেন, ছবি যে দুইজন তুলছেন তাদের একজন পিটার হাস,বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত। যিনি আজ (ওয়াশিংটন সময় সকাল ৯ টা,৫ আগষ্ট ২০২৫) সকালেও ইউএসএ’তে অবস্থান করছেন। ছবিটি গত শুক্রবারের। প্রায় একশ বছরের পুরনো ওয়াশিংটন ডিসির ইউএস চেম্বার অব কমার্স বিল্ডিংয়ের ছাদে। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল বাংলাদেশের দুইজন উপদেষ্টা, সরকারি কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়িদের সঙ্গে একটি বিশেষ আলোচনার আয়োজন করেছিল। আলোচনা ও লাঞ্চ শেষে কর্তৃপক্ষ ছবি তোলার জন্যে সবাইকে নিয়ে গেলেন ছাদে। এই ছাদ নাকি ছবি তোলার প্রিয় একটি স্থান।ছবিতে যারা দাঁড়িয়ে আছেন তাদের পেছনে হোয়াইট হাউজ, ক্যাপিটল হিল…।তাহলে সহসাই প্রশ্ন ওঠে, পিটার হাস কোথায়? কক্সবাজার হলে তিনি কি করে যুক্তরাষ্ট্র থেকে ছবি তুলতে পারেন।
‘কক্সবাজার নয়, পিটার হাস এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে’
