বাংলাদেশ ২৭ জানুয়ারী ২০২৫

মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজট

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ ট্রাফিক পুলিশের দেয়া মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখে। এতে শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ এলকায় তীব্র যানজট দেখা দেয়। পরে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও পুলিশের অনুরোধে রাস্তা থেকে সরে যায় শ্রমিকরা।তেজগাঁও শিল্পাঞ্চল লাভ রোড এলাকায় দেখা যায়, বিজয় সরণি থেকে ফ্লাইওভার হয়ে যানবাহন বামে টার্ন করলেও সামনে যানজট।আবার ডানের মগবাজার সাতরাস্তা অভিমুখে রাস্তা পুরোপুরি বন্ধ যানজটে। অন্যদিকে মহাখালী থেকে আসা লেনও স্থবির।মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবদুল মালেক বলেন, মহাখালী সিগন্যালে ময়মনসিংহের হালুয়াহাট আলম এশিয়া পরিবহনের একজন চালককে মারধর করেছেন একজন ট্রাফিক সার্জেন্ট। ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকরা।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীম বলেন, ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে অনর্থক মামলা করার অভিযোগ এনে প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের দুই সড়ক বন্ধ করে অবস্থান নেন শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমি নিজেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।শ্রমিকদের দাবি-দাওয়া অবগত হয়ে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। বেলা পৌনে ১১টার দিকে তারা রাস্তা ছেড়ে চলে যান। এখন যান চলাচল স্বাভাবিক।তবে ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনের সহকারী কমিশনার জুনায়েদ জাহিদী বলেন, একজন চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছিল। ওই চালক সড়কে বাস রেখে যাত্রী উঠাচ্ছিল, এতে অন্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ট্রাফিক সার্জেন্ট মামলা দেন।মারধরের কোনো ঘটনা ঘটেনি। পরে তাদের সড়কের পরিস্থিতি ও জনভোগান্তির বিষয় বিবেচনায় অনুরোধ করা হলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। এখন যানচলাচল স্বাভাবিক।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner