বাংলাদেশ ১৪ ডিসেম্বর ২০২৪

প্রতিবন্ধীদের ভাতা লুটে নিয়েছে আওয়ামী লীগ: তারেক রহমান

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিবন্ধীদের ভাতা লুটে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ২০০১ সালে তৎকালীন বিএনপি সরকার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধীদের ভাতা প্রদান শুরু করলেও আওয়ামী লীগ সেই ভাতাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য না রেখে, নিজেদের নেতা-কর্মীদের মাঝে লুটে নিয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় তিনি এ অভিযোগ করেন।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়ে আগামী দিনে বিএনপির পরিকল্পনার কথা জানান তিনি।তারেক রহমান বলেন, অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে, আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতার পরিমাণ বাড়িয়ে, তা ন্যায্যভাবে পুনর্নির্ধারণ করতে চাই। নিবন্ধন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে, আমরা সমাজকল্যাণ, স্বাস্থ্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করব, যাতে একজন প্রতিবন্ধীও সামাজিক সুবিধা থেকে বাদ না পড়ে।আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তারেক রহমান বলেন, প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর করার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও চাকরিক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করবে বিএনপি। আগামীর বাংলাদেশে কোনো প্রতিবন্ধী যেন বৈষম্যের শিকার না হয় সে লক্ষে দাল নানামুখী পদক্ষেপ নেবে। এসময়, প্রতিবন্ধী ভাতা বাড়ানো, চিকিৎসা, চাকরি, যাতায়াত ব্যবস্থা সহজ করাসহ সব ধরণের নাগরিক অধিকার নিশ্চিত করতে নতুন আইন করা ও প্রচলিত আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।মতবিনিময়ে অংশ নিয়ে নাগরিক জীবনে সম্মুখীন হওয়া নানা সমস্যার পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরেন সমাজের পিছিয়ে পরা এই জনগোষ্ঠীর নাগরিকরা।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিবন্ধীদের পাশে তার দল আছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের দিকে আলাদা দৃষ্টি দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner