কমিউনিটি ০৫ আগস্ট ২০২৫

স্কুল সামার হলিডেতে উচ্চ শব্দ এবং অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান

post

ছয় সপ্তাহের গ্রীস্মকালীন বা সামার হলিডে শুরু হয়েছে। ২৩ জুলাই থেকে ২৯ অগাস্ট পর্যন্ত এই ছুটি চলাকালীন সময়ে অনেক স্কুল পড়ুয়া  শিশু-কিশোর বেশির ভাগ সময় বাড়িতেই থাকবে। এ কারণে বাড়ি থেকে শুরু করে স্থানীয় পার্ক পর্যন্ত চলাচল, খেলাধুলাসহ নানা কারণে তাদের তৎপরতা বেড়ে যাবে।

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের বলা হয়েছে যে, উচ্চ শব্দ কারো কারো উদ্বেগ বা বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে - যা আমাদের অজানা নয়। তাই আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, স্কুল ছুটির সময় বাড়িতে বা পার্কে শিশু-কিশোরদের খেলাধুলাসহ তাদের নানা এক্টিভিটিজকে অসামাজিক কার্যকলাপ হিসেবে বিবেচনা করবেন না। এটা মনে রাখবেন লম্বা স্কুল ছুটিতে শিশু-কিশোরদের এ ধরনের আচরণ খুবই স্বাভাবিক এবং প্রত্যাশিত।

টাওয়ার হ্যামলেটস্ বারার বাসিন্দাদের প্রতি আমাদের আহ্বান, এই সময়টাতে আপনারা  ধৈর্যের সাথে একের অন্যের প্রতি সহনশীল হোন, সহমর্মিতা প্রদর্শন করুন। একই সঙ্গে অভিভাবকদের প্রতিও আমাদের আহ্বান, স্কুল ছুটি চলাকালে শিশু-কিশোরদের সৃষ্ট উচ্চ শব্দের ব্যাপারে আপনারাও একটু বাড়তি সতর্কতা অবলম্বন করুন।  আপনি যদি কারো সঙ্গে বাসস্থান অথবা ফ্ল্যাট শেয়ার করেন,  ছোট সিঁড়ি দিয়ে চলার সময় কিংবা দরোজা বন্ধ বা খোলার সময়, গান শোনার সময়, গেইম খেলা বা টিভি দেখার সময় আপনার সন্তান যাতে উচ্চ শব্দ সৃষ্টি না করে সেই বিষয়ে তাদের উৎসাহিত করুন। আপনার উৎসাহ এবং পরামর্শে নিশ্চয় শিশুদের আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে। সম্ভব হলে, খেলাধুলার জন্যে শিশু-কিশোরদের ঘরের বাইরে খোলা কোনো জায়গায় বা পার্কে নিয়ে যাওয়ার জন্যে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি।

অসামাজিক কার্যকলাপ কিভাবে সংগঠিত হয় এবং কিভাবে এন্টি সোশাল বিহেভিয়ার বা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রিপোর্ট করতে হয় সে বিষয়ে বিস্তারিত জানতে হলে এন্টি সোশাল বিহেভিয়ার এবং হেইট ইন্সিডেন্ট বিষয়ে আমাদের ওয়েবসাইটে (www.towerhamlets.gov.uk/lgnl/housing/Council-Tenants-and-Leaseholders/Keeping-residents-safe/Anti-Social-Behaviour-and-Hate-Incidents.aspx) নির্ধারিত যে পেইজ আছে সেখানে ভিজিট করতে পারেন।

 সবার জন্যে সহনীয়, সম্মানজনক এবং ঐক্যবদ্ধ একটি কমিউনিটি গঠনে সহযোগিতার জন্যে আপনাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। 

এই সামারে ইয়ং  টাওয়ার হ্যামলেটস সংক্ষেপে ওয়াইটিএইচ বিভিন্ন ধরনের অনুষ্ঠান:

সামার বা গ্রীস্মকালিন ছুটি চলাকালীন সময়ে কিশোর-কিশোরীদের জন্যে বিভিন্ন ধরনের প্রাণবন্ত এবং আনন্দদায়ক কর্মসূচী গ্রহণের পরিকল্পনা আছে ইয়ং টাওয়ার হ্যামলেটসের।

পরিবার এবং শিশু-কিশোরদের জন্যে বারাজুড়ে ৮টি ইভেন্ট  হবে।

ইয়থ সেন্টারগুলোতে সপ্তাহে ৭দিন বিভিন্ন ধরনের ইভেন্ট হবে।

টাওয়ার হ্যামলেটসের বেশির ভাগ ওয়ার্ডে ১৯টি সরাসরি ডেলিভারি সাইট থাকবে যা সবার জন্যে উন্মুক্ত থাকবে সর্বদা।

এসব বিষয়ে সর্বশেষ তথ্য এবং বিস্তারিত জানতে দয়া করেন ভিজিট করুন ইয়ং টাওয়ার হ্যামলেটস -ওয়াটস অন ওয়েব পেইজ (www.youngtowerhamlets.org.uk/events)।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner