কমিউনিটি ২১ জুলাই ২০২৫

পপলার এলাকায় দুই হাজার নতুন বাড়ি নির্মাণের প্রকল্প পরিকল্পনার অনুমোদন দিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

নতুন ৪ হাজার বাড়ি নির্মাণে আমাদের প্রতিশ্রুতি পূরণের বিষয়টি সত্যিকারভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেঃ মেয়র লুৎফুর

post

পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত বারা টাওয়ার হ্যামলেটসের পপলার এলাকায় আরও প্রায় ২ হাজার বাড়ি নির্মাণের প্রকল্প পরিকল্পনায় অনুমোদন দিয়েছে কাউন্সিল।

কাউন্সিলের উন্নয়ন পরিকল্পনা কমিটির কাছে এই পরিকল্পনা জমা দিয়েছিল সোশ্যাল হাউজিং এসোসিয়েশন পপলার হারকা এবং দ্যা হিল গ্রুপ। গত ৮ জুলাই এক মিটিংয়ে বিশাল এই উন্নয়ন পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়। এটি ইস্ট লন্ডনে সাম্প্রতিক সময়ে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনার অন্যতম একটি প্রকল্প।

এই পরিকল্পনার অংশ হিসেবে পপলারের টেভিয়ট এস্টেটে ১৯৫০ দশকের ৫৩৫টি বাড়ি ভেঙ্গে নতুন করে ১ হাজার ৯শ ২৮টি বাড়ি নির্মাণ করা হবে, এতে এই এস্টেটে বাড়ির সংখ্যা বেড়ে যাবে প্রায় চার গুণ।

কাউন্সিলের অনুমোদিত বিশাল এই উন্নয়ন পরিকল্পনায় ৪১১টি সোশ্যাল রেন্ট বাড়ি রয়েছে। এর মধ্যে ২০২টি প্রোপার্টি নির্মাণ করা হবে বড় পরিবারের জন্যে। এই প্রকল্পের প্রথম ধাপে ৪৪ শতাংশ এফোর্ডেবল বা সাশ্রয়ী বাড়ি নির্মাণ করা হবে বা ডেলিভারি দেওয়া হবে। পুরো প্রজেক্টে অন্তত ৩৫ শতাংশ বাড়ি থাকবে সাশ্রয়ী বা এফোর্ডেবল। স্থানীয় আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যবহারযোগ্য রুম এবং সোশ্যাল রেন্ট এর ভিত্তিতে এই বাড়িগুলো নির্ধারণ করা হবে। পরবর্তীতে ফিনান্সিয়াল রিভিউ বা অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা শেষে একটি আইনি চুক্তি করা হবে, যা পরের ধাপে এফোর্ডেবল বা সাশ্রয়ী হাউজগুলো ডেলিভারি দিতে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুমোদিত উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে দোকান, অফিসের জায়গা, একটি মসজিদ, একটি কমিউনিটি সেন্টার ও নার্সারি এবং একটি নতুন পাব। এছাড়াও একটি নতুন পাবলিক স্পেস এবং প্লে এরিয়া, ল্যাংডন পার্ক এলাকার উন্নতি এবং স্থানীয় অবকাঠামোকে যোগপোযোগী করার পাশাপাশি অত্র এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নতির বিষয়টিও স্থান পেয়েছে অনুমোদনপ্রাপ্ত বিশাল আকারের এই উন্নয়ন পরিকল্পনায়।

এই উন্নয়ন পরিকল্পনার প্রথম ধাপে পুরনো বাড়িগুলোও ভাঙ্গার কথা রয়েছে। এরপর শুরু হবে নতুন বাড়ি নির্মাণ কাজ। ২১টি বিল্ডিং প্লটের এই প্রজেক্ট শেষ হতে কয়েক বছর সময় লেগে যাবে। 

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, “আমাদের প্রধান এবং অন্যতম একটি লক্ষ্য হল আমাদের কমিউনিটির জন্য আরো উন্নত মানের এবং সত্যিকার অর্থেই সাশ্রয়ী বা এফোর্ডেবল বাড়ি নির্মাণ করা। আমি অত্যন্ত খুশি যে, পপলার হারকা এবং দ্যা হিল গ্রুপের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই বিশাল উন্নয়ন কাজে আমরা ৪ শ’র বেশি নতুন সোশ্যাল রেন্টের বাড়ি নিশ্চিত করতে পেরেছি। এর মধ্যে অনেকগুলো বড় বড় ফ্যামিলি সাইজের বাড়ি রয়েছে।”

মেয়র আরও বলেন, “যে সময়ে দেশের অনেক কাউন্সিল এফোর্ডেবল হাউজ বা সাশ্রয়ী আবাসন ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছে ঠিক সেই সময়ে টাওয়ার হ্যামলেটসে নতুন ৪ হাজার এফোর্ডেবল হোমস বা সাশ্রয়ী বাড়ি নির্মাণে জনগণের কাছে দেয়া আমাদের প্রতিশ্রুতি পুরণের বিষয়টি সত্যিকারভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন প্রকল্প অবশ্যই আমাদের গাদাগাদি পরিবেশে বসবাস সমস্যা বা ওভারক্রাউডিং কমাতে  এবং স্থানীয় বাসিন্দাদের তাদের নিজের ঘর এই টাওয়ার হ্যামলেটসের স্থায়ীভাবে বসবাস করতে সহযোগিতা করবে।”

তিনি বলেন, “আবাসন ছাড়াও এই প্রকল্প পপলার এলাকার বাসিন্দাদের জন্য আরো বেশি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিবেশীদের মধ্যে আন্তরিক সম্পর্ক ও বন্ধন আরো সুদৃঢ় করতে সহায়ক হিসেবে কাজ করবে।”

রিজেনারেশন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড হাউজবিল্ডিং বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর কবির আহমেদ বলেছেন, “এই প্রকল্প পপলারের জন্য প্রকৃত অর্থে দীর্ঘমেয়াদী সাফল্য নিয়ে আসবে। এই উন্নয়ন প্রকল্পে আরো বেশি এফোর্ডেবল, ফ্যামিলি সাইজ, উন্নত পাবলিক স্পেস সহ কমিউনিটির জন্য বিশেষ সুবিধা সমূহ নিশ্চিত করতে আমরা পপলার হারকা এবং দ্যা হিল গ্রুপের সঙ্গে খুব গুরুত্ব দিয়ে কাজ করেছি। 

তিনি আরো বলেন, “এই প্রকল্পটি নতুন আবাসন নির্মাণের চেয়ে আরো বেশি কিছু। এখানে এমন একটি কমিউনিটি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রতিবেশী একে অন্যর প্রতি গভীরভাবে আন্তরিক এবং সহায়ক  থাকবেন যা এখানে বসবাসরত সবার জন্যে একটি গর্বের বিষয় হয়ে থাকবে। অংশিদারিত্বের কাজের ভিত্তিতে আমরা পপলার এলাকাবাসীর জন্য দীর্ঘমেয়াদী অন্তর্ভুক্তিমূলক সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করে যাচিছ।” 

পপলার হারকার রিজেনারেশন এন্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর পল ডলি বলেছেন, “টেভিয়টের উন্নয়ন পরিকল্পনা অনুমোদন করাতে পেরে আমরা গর্বিত। প্রকল্পটিতে সত্যিকারভাবে কমিউনিটির অংশীদারিত্ব নিশ্চত করে জাতীয়ভাবে একটি উদাহরণ হয়ে থাকবে। এই অনুমোদন প্রাপ্তির মাধ্যমে বিজয় অর্জন করেছেন  স্থানীয় বাসিন্দারা।  যাবতীয় সুযোগ—সুবিধা নিশ্চিত করে একটি চুড়ান্ত প্রকল্প পরিকল্পনা তৈরীতে বাসিন্দারা যেভাবে তাদের মূল্যবান সময় ব্যয় করেছেন, সুচিন্তিত মতামত দিয়েছেন, দিনশেষে বলা যায়, এটা তাদেরই অর্জন।”

তিনি আরো বলেন, “'তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রদানের জন্যে আমরা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রতিটি বিভাগের অফিসার এবং কাউন্সিলরদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য প্রকল্পটি বাস্তবায়নের অপেক্ষায় আছি আমরা।”

দ্যা হিল গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চীফ এক্সিকিউটিভ এন্ডি হিল ওবিই বলেছেন, “টেভিয়ট কমিউনিটির ব্যাপক উন্নয়ন কাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এই মুহুর্তটি মাইলফলক হয়ে থাকবে। পরিকল্পনার অনুমোদন লাভের মাধ্যমে আমাদের যৌথ ভিশন বাস্তবায়নের লক্ষ্যে আমরা সামনে এগুতে পারব, বাসিন্দাদের চাহিদা অনুযায়ী কমিউনাল স্পেসকে প্রসারিত করে উচ্চমানের আবাসন নির্মাণে অগ্রাধিকার দিতে পারব। পপলার হারকা এবং স্থানীয় বাসিন্দাদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে অনুমোদিত পরিকল্পনাকে বাস্তবায়ন করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner