খেলাধুলা ০২ জুলাই ২০২৫

ইতিহাস গড়ল নারী ফুটবলাররা, এশিয়া কাপে বাংলাদেশ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্ক:
ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এবং গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ড্রয়ের ফলে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।বাছাইপর্বের ‘সি’ গ্রুপে দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬। স্বাগতিক মিয়ানমারের ৩, বাহরাইন ও তুর্কমেনিস্তানের ১ পয়েন্ট করে। ফলে গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।আজকের ম্যাচে দলের জয়ের নায়ক ছিলেন ঋতুপর্ণা চাকমা। তার জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।ম্যাচের ৫৬তম মিনিটে প্রথম গোল করেন তিনি। মিয়ানমার একবার সমতায় ফিরলেও ৭৮তম মিনিটে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন ঋতুপর্ণা।এর আগে বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তুর্কমেনিস্তান শেষ দিকে এগিয়ে গেলেও যোগ করা সময়ে সমতা ফেরায় বাহরাইন। এই ড্রয়ের ফলেই গ্রুপের অন্য দলগুলোর পয়েন্ট ব্যবধানে বাংলাদেশের নাগালে আর কেউ পৌঁছাতে পারেনি।শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে হারলেও বাংলাদেশ থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। কারণ মিয়ানমারকে হেড টু হেডে হারিয়েছে বাংলাদেশ।এই সাফল্যের মধ্য দিয়ে বাংলাদেশের নারী ফুটবলে যোগ হলো নতুন এক অধ্যায়। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়ান কাপে এবার খেলবে বাংলাদেশের নারী দল।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner