খেলাধুলা ১০ সেপ্টেম্বর ২০২৪

কাউন্টিতে ফিরেই ৪ উইকেট সাকিবের

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ ১৩ বছর পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে নেমে ৪ উইকেট পেলেন সাকিব আল হাসান।কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরি। তবে, শুরুটা ভালো করতে পারেনি। সারের ক্যারিবীয় পেসার কেমার রোচ ইনিয়সের প্রথম ওভারেই সমারসেট ওপেনার লুইস গোল্ডসওর্দিকে তুলে নেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনে ৩৩ ওভার ৫ বল বোলিং করে ৯৭ রানে ৪ উইকেট পেয়েছেন সাকিব। নিজের প্রথম স্পেলে করেছেন টানা ১০ ওভার। পরবর্তী স্পেলে করেছেন টানা ১৮ ওভার। এ দুই স্পেল মিলিয়ে ২৮ ওভারে ৭ মেডেন নিয়ে ৭৯ রানে টম অ্যাবেলের (৪৯) উইকেটটি নেন সাকিব। সাকিব নিজের তৃতীয় স্পেলে ফিরেছেন সমারসেটের ইনিংসে ৮৬তম ওভারে। এই স্পেলে ৫.৫ ওভার বোলিং করে বাকি ৩টি উইকেট নেন বাংলাদেশের এই স্পিন অলরাউন্ডার।৯৫ ওভার ৫ বলে সমারসেট নিজেদের প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হওয়ার পর প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করে। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner