খেলাধুলা ০২ জুলাই ২০২৫

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্ক:
টেস্ট সিরিজটা বাংলাদেশ হেরেছে ১-০ ব্যবধানে। এবার শ্রীলংকার বিপক্ষে সফরকারীদের লড়াইটা ওয়ানডে ফরম্যাটে। যে ফরম্যাটে দীর্ঘ দিন ধরেই দল ছন্দে নেই মোটেও। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচের টস ভাগ্যটা বাংলাদেশকে সঙ্গ দেয়নি। টস হেরেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শ্রীলংকা টস জিতে নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।
প্রেমাদাসার উইকেটটা বেশ ব্যাটিং বান্ধব। তবে স্পিনাররাও সাহায্য পান বেশ করে।তবে ম্যাচের শুরুর দিকে যেভাবে ব্যাটিংয়ে সহায়তা মেলে, সেটা শেষ দিকে মেলে না। আসালঙ্কা তাই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি। সিরিজ শুরুর আগে বাংলাদেশ অবশ্য অনুপ্রেরণা পাচ্ছে না খুব একটা। এক সময় নিজেদের প্রিয় ফরম্যাট ওডিআইতে ২০২৪ সালের পর শেষ ১১ ম্যাচের আটটিতে হেরেছে বাংলাদেশ।তবে শ্রীলংকার বিপক্ষে শেষ দুটি ওয়ানডে ম্যাচ দলকে অনুপ্রাণিত করতে পারে। সেই দুই জয়ে বাংলাদেশ সিরিজ নিজেদের করে নিয়েছিল গেল বছর। উলটোদিকে শ্রীলংকা অবশ্য বেশ চনমনে হয়েই নামবে এই ম্যাচে। গেল বছর বাংলাদেশের কাছে সিরিজ হারার পর শ্রীলংকা ঘরের মাঠে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে।বাংলাদেশের সামনে তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে বৈকি!

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner